Amar Sangbad
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪,

কক্সবাজারে বন্দুকযুদ্ধে মাদক কারবারি নিহত

কক্সবাজার প্রতিনিধি

মার্চ ৪, ২০২১, ০৪:৫০ এএম


কক্সবাজারে বন্দুকযুদ্ধে মাদক কারবারি নিহত

কক্সবাজারের রামু উপজেলায় কথিত বন্দুকযুদ্ধে এক মাদক কারবারি নিহত হয়েছে বলে জানিয়েছে র‍্যাব। 

বুধবার (৩ মার্চ) রাত ১১টার দিকে উপজেলার জোয়ারিয়ারনালা ইউনিয়নের রবার বাগানে তার মৃত্যু হয়।

নিহতের নাম দেলোয়ার হোসেন (২৮)। সে জেলার টেকনাফ পৌরসভার উত্তর জালিয়াপাড়ার কালা মিয়ার ছেলে।

এসময় ঘটনাস্থল থেকে চার লাখ ইয়াবা, একটি পিস্তল ও চারটি গুলি উদ্ধার করা হয়েছে।

র‍্যাব ৭-এর উপ-অধিনায়ক মেজর মুশফিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, পাহাড়ি এলাকায় সংঘবদ্ধ চক্রের কতিপয় সদস্য মাদকের চালান লেনদেনের জন্য অবস্থান করছে বলে খবর পেয়ে র‍্যাব অভিযান চালায়। 

সে সময় র‍্যাব সদস্যদের লক্ষ করে মাদক কারবারিরা গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে র‍্যাব পাল্টা গুলি ছোড়ে। একপর্যায়ে মাদক কারবারিরা পালিয়ে যায়।

গোলাগুলি থেমে গেলে ঘটনাস্থলে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। তাকে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মুশফিকুর রহমান বলেন, দেলোয়ার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদক কারবারে জড়িত অভিযোগে একাধিক মামলা রয়েছে। গোলাগুলির জায়গায় তল্লাশি করে পাওয়া গেছে।

লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

আমারসংবাদ/এআই