Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪,

বুড়িরচর ইউনিয়ন নির্বাচন: প্রচার-প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা

মোঃ ছাইফুল ইসলাম (জিহাদ), হাতিয়া

মার্চ ৬, ২০২১, ১২:৩০ পিএম


বুড়িরচর ইউনিয়ন নির্বাচন: প্রচার-প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশের ন্যায় হাতিয়া উপজেলার বুড়িরচর ইউনিয়নে শুরু হয়েছে নির্বাচনী প্রচার প্রচারণা। 

সম্ভাব্য প্রার্থীরা প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। দোয়া ও সমর্থন চেয়ে লাগানো হচ্ছে পোস্টার, ব্যানার ও ফেষ্টুন। ছুঁয়ে গেছে ইউনিয়নের প্রতিটি অলিগলি। 

সম্ভাব্য প্রার্থীদের টার্গেট প্রচারে একে অপরকে ছাড়িয়ে যাওয়া এবং নৌকা প্রতীক নিশ্চিত করা। 

ইতোমধ্যে সম্ভাব্য প্রার্থীদের অনেকেই ভোটারদের সঙ্গে কুশল বিনিময়, উঠান বৈঠক ও সভা সমাবেশে অংশ নিচ্ছেন। বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে যোগ দিয়ে নির্বাচনী উপস্থিতির জানান দিচ্ছেন তারা।

সামাজিক যোগাযোগ মাধ্যমেও ভোটারদের কাছে নিজেদের তুলে ধরার চেষ্টা করছেন সম্ভাব্য প্রার্থীরা।

দলীয় মনোনয়ন পেতে জেলা উপজেলা থেকে শুরু করে কেন্দ্রীয় নের্তৃবৃন্দের সাথে লবিংও শুরু করেছেন।

ইউনিয়ন নির্বাচনকে ঘিরে বুড়িরচর ইউনিয়নে রাজনীতিতে উত্তাপ্ত হচ্ছে মাঠ। একই ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকার একাধিক প্রার্থী লড়াইয়ের ময়দানে। 

তার মধ‍্যে বিএনপি প্রার্থীরা লড়াইয়ের ময়দানে থাকলেও, ইতিপূর্বে কেন্দ্রীয় নির্দেশনা এসেছে নির্বাচনে না আসার।

আওয়ামী লীগ প্রার্থী যথাক্রমে বর্তমান বুড়িরচর ইউনিয়নের চেয়ারম্যান জ্বনাব জিয়া আলী মোবারক কল্লোল, সাহেদ মোঃ সফিউল‍্যাহ বুড়িরচর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক। 

মোঃ ফখরুল ইসলাম,অবসর প্রাপ্ত ক‍্যাশিয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। আনসারুল আমীন মিঠু হাতিয়া থানা সাবেক ছাত্রলীগের যুগ্ন আহবায়ক। মোঃ হানিফ উদ্দিন সাবেক ইউপি সদস্য। মোঃ আরিফুল ইসলাম, হাতিয়া ডিগ্রী কলেজের প্রভাষক মোসাদ্দকুল বারি।

এছাড়াও বিএনপি থেকে রয়েছে বুড়িরচর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম আলহাজ্ব আব্দুল গনি সাহেবের বড় সন্তান ওমর ফারুক রাসেল, বুড়িরচর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ফজলে এলাহী কাফী ফরাজী, যুবদল নেতা সোপাইল আলী বাবু, উপজেলা যুব দলের বর্তমান সদস্য মোঃ ছাইফুল আমীন তারেক। 

ঘোষণা অনুযায়ী আগামী ১১ এপ্রিল উক্ত আসন্ন ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে।

ইউনিয়নে ভোটাররা বলছেন, পছন্দের সৎ ও যোগ‍্য প্রার্থীকে ভোট দিবে তারা। 

এদিকে প্রার্থীরা ভোটারদের উন্নয়নমূলক বিভিন্ন কাজের প্রতিশ্রুতি দিয়ে আসছেন। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকগনের মতে বুড়িরচরের রাজনীতি এখন অনেকটা চরম পর্যায়ে রয়েছে।      

আমারসংবাদ/এআই