Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪,

মা মারা যাওয়ার রাতে ছাড়া পেলেন জুয়াড়ী, সকালে সন্তানের মৃত্যু

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি

মার্চ ৬, ২০২১, ০১:৪০ পিএম


মা মারা যাওয়ার রাতে ছাড়া পেলেন জুয়াড়ী, সকালে সন্তানের মৃত্যু

কুড়িগ্রামের ফুলবাড়ীতে প্যারালাইসিস রোগে সজ্জাশায়ী মা মারা যাওয়ায় পুলিশের হাতে আটক এক জুয়াড়ীকে মানবিক কারণে ছেড়ে দেয়া হয়েছে। 

বাড়ীতে মৃত মায়ের লাশ দাফনের প্রস্তুতির এক পর্যায়ে শনিবার (৬ মার্চ) সকালে মারা গেছে ওই ব্যক্তির সদ্য ভূমিষ্ট তিন দিন বয়সী শিশু পুত্র জিসান। 

হৃদয় বিদারক এ ঘটনা ঘটেছে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার পশ্চিম ফুলমতি গ্রামে। 

এছাড়া পাওয়া ব্যক্তির নাম আব্দুল কুদ্দুস (৩৫)। তিনি ওই গ্রামের শাহাজাদা মিয়ার ছেলে। 

ইউপি সদস্য শহিদুল ইসলাম সহ স্থানীয়রা জানান, শুক্রবার শেষ বিকালে ফুলবাড়ী থানার পুলিশ পশ্চিম ফুলমতি এলাকায় অভিযান চালিয়ে তাসের মাধ্যমে জুয়া খেলার সময় আব্দুল কুদ্দুস সহ সাত জুয়াড়ীকে আটক করে। 

পুলিশের হাতে ছেলে আটক হওয়ার খবর শুনে কুদ্দুসের অসুস্থ মা কুলসুম বেওয়া (৬০) আরও বেশি অসুস্থ হয়ে পড়েন। 

এক পর্যায়ে রাত সাড়ে দশটার দিকে তিনি মারা যান। পরে মৃত মায়ের সৎকারের জন্য মানবিক কারনে রাতে তাকে ছেড়ে দেয় পুলিশ।

এদিকে বাড়ীতে মৃত মায়ের সৎকারের প্রস্তুতির এক পর্যায়ে শনিবার সকালে মারা যায় কুদ্দুসের সদ্য ভুমিষ্ট তিন দিন বয়সী শিশু পুত্র জিসান। 

কয়েক ঘন্টার ব্যবধানে দাদি ও নাতীর মৃত্যুতে পরিবারটিতে শোকের ছায়া নেমে আসে। পরে শনিবার দুপুর ১২টার দিকে পারিবারিক কবর স্থানে তাদের দাফন করা হয়। 

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজিব কুমার রায় জানান, আটক ওই ব্যাক্তির মা মারা যাওয়ায় মানবিক কারনে তাকে ছেড়ে দেয়া হয়েছে। আটক অন্যদের জেল হাজতে পাঠানো হয়েছে। 

আমারসংবাদ/এআই