Amar Sangbad
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪,

হরিরামপুরে ৪ ফার্মেসি মালিককে জরিমানা 

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি

মার্চ ৭, ২০২১, ০১:১০ পিএম


হরিরামপুরে ৪ ফার্মেসি মালিককে জরিমানা 

মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখা ও বিক্রির অপরাধে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার চারটি ফার্মেসি মালিককে ২৯ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রোববার (৭ মার্চ) বিকেলে উপজেলার ঝিটকা বাজারে অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অধিদপ্তরের মানিকগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখা ও বিক্রির অপরাধে ঝিটকা বাজারে মহব্বত মেডিকেল হল কে ১৫ হাজার, বাঁধন মেডিকেল হলকে ৩ হাজার, আসিফ মেডিকেল হলকে ৪ হাজার এবং অমিত ফার্মেসীকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এদিকে ঝিটকা বাজারে প্রান্তিক কৃষকদের কাছ থেকে আড়তদাররা প্রতি মণে ২ কেজি পেঁয়াজ বেশি নেয়ায় অতিরিক্ত পেয়াজ ফেরত দেয়ার ব্যবস্থা করেছেন বলেও জানান তিনি।

আমারসংবাদ/কেএস