Amar Sangbad
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪,

সিরাজদীখানে আলু উত্তোলন শুরু করেছে কৃষক

সিরাজদীখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

মার্চ ৮, ২০২১, ১১:১৫ এএম


সিরাজদীখানে আলু উত্তোলন শুরু করেছে কৃষক

মুন্সীগঞ্জের সিরাজদীখানে আলু উত্তোলন শুরু করেছে কৃষকরা। উপজেলার কয়েকটি ইউনিয়নে আলু উত্তোলন শুরু করেছে। তবে পুরোদমে আলু উত্তোলন শুরু হবে মার্চ মাসের মাঝামাঝি সপ্তাহে। চলবে মার্চ মাসের শেষ সপ্তাহ পর্যন্ত।

সোমবার (৮ মার্চ) বেলা ১১ টায় সরেজমিনে দেখা যায়, উপজেলার রশুনিয়া ইউনিয়নের ৫/৬ জন কৃষক আলু উত্তোলন করছেন। এছাড়া আরো কয়েকটি ইউনিয়নে আলু উত্তোলন শুরু করার প্রস্তুতি নিচ্ছে কৃষরা। 

আবার অনেকে আলু গাছ উঠিয়ে রেখেছে ২/৩ দিন পর উঠানোর জন্য। তবে এবার আলুর সাইজ বড় হয়নি। তবে দাউদ হয়েছে অনেক জমিতে।  গত বছরের তুলনায় এবার আলু কম হওয়ার সম্ভাবনা রয়েছে জমিগুলোতে বলে জানিয়েছে কৃষকরা। বাজারে আলুর দামও কম রয়েছে। 

রশুনিয়া ইউনিয়নের কৃষক শাহাবুদ্দীন বলেন, এবার জমিতে আলু কম হয়েছে। আগের বছর এর চেয়ে অনেক বেশি আলু হয়েছিল। এবার আলুর সাইজ বড় হয়নি। এবার আলুতে দাউদ হয়েছে। এবার যদি আলুর দাম ভালো পাওয়া যায় তবে খরচ পুশিয়ে নিতে পারবো। তানা হলে আমাদের প্রচুর লোকসান হবে। 

[media type="image" fid="113841" layout="normal" caption="1" infograph="0" parallax="0" popup="1"][/media]

উপজেলার কৃষি অফিস সূত্রে জানা যায়, গত বছর আলু চাষ হয়েছে ৯ হাজার ২ শত  হেক্টর জমিতে। এবছর ৯ হাজার ৩ শত ৫০ হেক্টর জমিতে আলুচাষ হয়েছে। গত বছরের তুলনায় ১শত ৫০ হেক্টর জমি আলু চাষ বেশি হয়েছে।

উপজেলার কৃষি অফিসার (ভারপ্রাপ্ত) মোহসিনা জাহান তোরণ বলেন, এখন যারা আলু উত্তোলন শুরু করেছে তারা আগে রোপণ করেছে। পুরোদমে আলু উত্তোলন শুরু হবে মার্চ মাসের মাঝামাঝি সপ্তাহে। চলবে মার্চ মাসের শেষ সপ্তাহ পর্যন্ত। 

আমারসংবাদ/এআই