Amar Sangbad
ঢাকা বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪,

মুন্সিগঞ্জে ৯ মণ জাটকা ইলিশ জব্দ

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মার্চ ৮, ২০২১, ১১:৩০ এএম


মুন্সিগঞ্জে ৯ মণ জাটকা ইলিশ জব্দ

মুন্সিগঞ্জের লৌহজংয়ে মাওয়া নৌ-পুলিশ ফাড়ির অভিযানে পুলিশের উপস্থিতি টেরপেয়ে সাড়ে ৯ মণ (৩৮০ কেজি) জাটকা ইলিশ রেখে পালিয়েছে বিক্রেতারা।

পরে নৌ পুলিশ এ সমস্ত জাটকা ইলিশ জব্দ করেছে। এসময় জাটকা বিক্রির কাজে ব্যবহৃত ব্যাটারী চালিত অটোরিক্সা জব্দ করা হয়েছে।

সোমবার (৮ মার্চ) ভোর ৫টার দিকে মাওয়া পুরাতন মাছবাজার এলাকা ও পদ্মা নদীতে অভিযান চালিয়ে এসব জাটকা জব্দ করা হয়। 

পরে সকাল ৯টার দিকে উপজেলার বিভিন্ন মাদ্রাসা, এতিমখানা ও দুঃস্থ পরিবারের মাঝে জাটকা মাছগুলে বিতরণ করা হয়েছে। এসব জাটকার আনুমানিক মূল্য ১ লাখ ১৫ হাজার টাকা বলে জানিয়েছে নৌপুলিশ।

মাওয়া নৌপুলিশ ফাড়ির ইনচার্জ মোঃ সিরাজুল কবির আমার সংবাদকে জানান, বিক্রির জন্য মাওয়া পুরাতন মাছ বাজার এলাকায় জাটকা মজুদ করা হচ্ছে এমন খবর পেয়ে ভোরে অভিযান চালানো হয়। বাজার এলাকা ও পাশে পদ্মা নদীতে রাখা ট্রলার থেকে ৩৮০ কেজি জাটকা জব্দ করা হয়।

এসময় জাটকা বিক্রেতারা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি। তবে জাটকা পরিবহনের কাজে ব্যবহৃত একটি ব্যাটারি চালিত অটোরিক্সা জব্দ করা হয়েছে। 

পরে মৎস্য অফিসের অনুমতিতে জাটকা মাছগুলো স্থানীয় মাদ্রাসা, এতিমখানা ও দুঃস্থ পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে।

আমারসংবাদ/এআই