Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

সারাদেশে আন্তর্জাতিক নারী দিবস পালিত

আমার সংবাদ ডেস্ক

মার্চ ৮, ২০২১, ০২:২৫ পিএম


সারাদেশে আন্তর্জাতিক নারী দিবস পালিত

সারাদেশে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। সোমবার (৮ মার্চ) যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে সারাদেশে দিবসটি পালিত হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত পড়ুন-

খুলনা প্রতিনিধি: খুলনায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বীর মুক্তিযোদ্ধা মোঃ আলমগীর কবীর, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের পিপি এ্যাডভোকেট অলকানন্দা দাস, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান অধ্যাপিকা রুনু ইকবাল বিথার প্রমুখ বক্তৃতা করেন। এসময় খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার জিনাত আরা আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইউসুপ আলী, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক খান মোতাহার হোসেন, বেসরকারি সংস্থা এবং স্বেচ্ছাসেবী মহিলা সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। স্বাগত জানান মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক হাসনা হেনা। খুলনা জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর এবং বেসরকারি উন্নয়ন সংস্থা ও স্বেচ্ছাসেবী মহিলা সংগঠনগুলো যৌথভাবে এই আলোচনা সভার আয়োজন করে।

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:  ময়মনসিংহের ভালুকা উপজেলায় ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস ২০২১ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১০ মার্চ) সকাল ১০টার দিকে ভালুকা উপজলা হলরুমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার আয়োজন করেছে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অফিস। ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা খাতুনের সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহিদা ফেরদৌসীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এডভোকেট শওকত আলী, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, উপজেলা পরিষদের মহিলা ভাইস- চেয়ারম্যান ড. সেলিনা রশিদ, হালিমুন্নোছা চৌধুরাণী মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারা নিনা ও রহিমা আফরোজ শেফালী। 

রাঙামাটি প্রতিনিধি: “করোনাকালে নারী নেতৃত্ব, গড়বে নতুন সমতার বিশ্ব” এই প্রতিপাদ্যে পার্বত্য জেলা রাঙামাটিতে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস।  আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে- জেলা প্রশাসন সম্মেলন কক্ষে মুক্তিযুদ্ধ, মুজিব শতবর্ষ ও করোনা পরিস্থিতিতে নারী নেতৃত্ব এবং নারীর বলিষ্ঠ অবদান বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-রাঙামাটি জেলা প্রশাসক মো মিজানুর  রহমান। অতিরিক্ত জেলা প্রশাসক মো: মামুনের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল তাপস রঞ্জন ঘোষ, সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা উপমা, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আক্তার,  মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক  হোসনেয়ারা বেগম, সাবেক জেলা পরিষদের সদস্যা মনোয়ারা আক্তার জাহান প্রমুখ।

দীঘিনালা প্রতিনিধি: খাগড়াছড়ির দীঘিনালায় পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস। দিবসটি উপলক্ষে সোমবার(৮মার্চ)  সকাল ১১টায় উপজেলা অডিটোরিয়ামে হলরুমে উপজেলা মহিলা বিষয়ক কার্যালয় ও তৃণমূল উন্নয়ন সংস্থার আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অনুকা খীসা্থর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দীঘিনালা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সীমা দেওয়ান বলেন, বর্তমান সরকারের আমলেই বাংলাদেশে নারী-পুরুষ বৈষম্য দূর হয়েছে। পুরুষদের পাশাপাশি নারীরাও আজ জীবিকা নির্বাহের কাজে ছুটে চলছে।সমাজে সফল হচ্ছে নারীরা। অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান (পুরুষ) মোস্তফা কামাল মিন্টু, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নিটু দেওয়ান, উপজেলা মৎস কর্মকর্তা অবর্ণা চাকমা, উপজেলা সমবায় কর্মকর্তা ত্রিরতন চাকমা, দীঘিনালা থানার ওসি (তদন্ত) মোহাম্মদ ইলিয়াস, তৃনমুল উন্নয়ন সংস্থার প্রজেক্ট কো-অর্ডিনেটর স্যুইচিং অং মারমা প্রমূখ।

লালমোহন প্রতিনিধি: ভোলার লালমোহনে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার (৮মার্চ) সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে মুক্তিযুদ্ধ, মুজিব শতবর্ষ ও করোনা পরিস্থিতিতে নারী নেতৃত্ব এবং নারীর বলিষ্ঠ অবদান শীর্ষকচ্ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার আল নোমান্থর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ। মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ নুরনবী্থর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন-সহকারী কমিশনার (ভূমি) জাহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, মাধ্যমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক শিরিন আকতার প্রমূখ।

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে আন্তজার্তিক নারী দিবস উপলক্ষে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। সোমবার সকালে শহরের পায়রা চত্বরে এ কর্মসূচীর আয়োজন করে মানবাধিকার ফোরাম, এইড’র জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও মোকাবেলা প্রকল্পসহ বেশ কয়েকটি উন্নয়ন সংস্থা। এতে ব্যানার ফেস্টুন নিয়ে মানবাধিকার কর্মী, শিক্ষক, সমাজকর্মীসহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। এসময় বক্তব্য রাখেন-জেলা মানবাধিকার ফোরামের সভাপতি আমিনুর রহমান টুকু, সাধারণ সম্পাদক শরিফা খাতুন, সনাকের সদস্য সুরাইয়া পারভীন মলি, মানবাধিকার বাস্তবায়ন কমিটির সভাপতি হাফিজুর রহমান, নারী জাগরনী চক্র’র পরিচালক পারভীন আরা পপি, জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও মোকাবেলা প্রকল্প’র প্রকল্প সমন্বয়ক খন্দকার আশরাফুন্নাহার আশা প্রমুখ। 

গৌরনদী প্রতিনিধি: আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বরিশালের গৌরনদী র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে সোমবার সকালে উপজেলা চত্বর থেকে র্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শেষে শহীদ সুকান্ত বাবু মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন-উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী। বিশেষ অতিথি ছিলেন-সহকারী কমিশনার (ভূমি) আরিফুল ইসলাম (প্রিন্স), মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া আফরোজ হেলেন, ভেটেরিনারি সার্জন ডাঃ মাছুম বিল্লাহ, মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আঃ জলিল, কৃষি কর্মকর্তা মোঃ মামুনুর রহমান, পুলিশ পরিদর্শক তৌহিদুজ্জামান, ইউপি চেয়ারম্যান গোলাম হাফিজ মৃধা, কৃষ্ণকান্ত দেসহ অন্যান্যরা।

কাজিপুর (সিরাজগঞ্জ): সিরাজগঞ্জের কাজিপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। সোমাবার (৮ মার্চ) দুপুরে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদরের একাংশ) আসনের সাংসদ প্রকৌশলী তানভীর শাকিল জয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন-উপজেলা মহিলা বিষয়য়ক কর্মকর্তা চিত্রা রানী সাহা। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী।অন্যান্যদের মধ্যে মহিলা ভাইস চেয়ারম্যান শাপলা খাতুন, সহকারী কমিশনার (ভূমি) এবিএম আরিফুল ইসলাম, কাজিপুর উপজেলা আ.লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান শওকত হোসেন, পৌর মেয়র আব্দুল হান্নান তালুকদার প্রমূখ।   

সখীপুর(টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেন উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়। পারি ডেভেলপমেন্ট ট্রাস্ট ও গুড নেইবারস্ বাংলাদেশের সহযোগিতায় সোমবার ৮(মার্চ) সকালে উপজেলা পরিষদ হল রুমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী অফিসার চিত্রা শিকারীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন  বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপ-কমিটির সদস্য, ইঞ্জিনিয়ার আতাউল মাহমুদ, সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি)এ কে সাইদুল হক ভূঁইয়া, মাধ্যমিক শিক্ষা অফিসার মফিজুল ইসলাম, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মোসলিমা খাতুন,ইউ.সি.সি.এ লিঃ এর  চেয়ারম্যান  ও টাঙ্গাইল জেলা আওয়ামী যুবলীগের  যুগ্ম সাধারণ সম্পাদক কে.বি.এম রুহুল আমিন,প্রাণী সম্পদ কর্মকর্তা আব্দুল জলিল,সমবায় কর্মকর্তা খোদেজা খানম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফিরোজা আক্তার।

ভেড়ামারা প্রতিনিধি: ভেড়ামারায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। ভেড়ামারায় জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবসটি পালন করা হয়।  এসময় উপস্থিত ছিলেন-জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান মোছাঃ বলাকা পারভীন স্বপ্না, নির্বাহী কমিটির সদস্য নিলুফা ইয়াসমীন ঝর্না, হাসিনা বেগম, জাতীয় মহিলা সংস্থার  সমন্নয়কারী মোঃ আসমান আলী, অফিস সহকারী রোকসানা বেগম প্রমূখ। 

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: তালায় যথাযথ মর্যাদায় আর্ন্তজাতিক নারী দিবস পালিত হয়েছে। সোমবার (৮ মার্চ) সকালে তালা উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার মধ্যদিয়ে এই দিবসটি পালন করা হয়। অনুষ্ঠানে তালা উপজেলা নির্বাহী অফিসার তারিফ-উল-হাসানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার’র পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা পারভীন পাপড়ী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওবায়দুল হক। এসময় বিভিন্ন শ্রেণী পেশার নারীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে তিনজন রত্নাগর্ভা সফল জননীকে ফুলের শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। তারা হলেন, আমেনা বেগম, আনোয়ারা খাতুন ও রাবেয়া খাতুন। 

কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামে নানা আয়োজনের মধ্য দিয়ে  আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা হিউম্যান রাইটস ডিফেন্ডার ফোরাম (এইচআরডিএফ) কুড়িগ্রাম এর উদ্যোগে একটি বর্ণাঢ্য র‌্যালি কুড়িগ্রাম সরকারী কলেজ থেকে বের হয়ে শহর প্রদক্ষিণ করে। র‌্যালিতে শিক্ষক ও শতাধিক ছাত্র-ছাত্রী অংশ নেয়। পরে কলেজ প্রাঙ্গনে মানবনন্ধনে বক্তব্য রাখেন, কুড়িগ্রাম সরকারী কলেজের উপাধক্ষ্য মীর্জা নাসির উদ্দিন, জেলা হিউম্যান রাইটস ডিফেন্ডার ফোরামের সভাপতি রাজু মোস্তাফিজ সহ কলেজের ছাত্র-ছাত্রীরা।                                                   

সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ই মার্চ) বেলা সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকারের সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারুফা সুলতানা খান হীরামনি, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফেরদৌস আরা ডলি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রূপা বেগম, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপার স্বপ্না বৈদ্য, উপজেলা অতিরিক্ত শিক্ষা অফিসার কৃষ্ণ চক্রবর্তীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। 

ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে আর্ন্তজাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি ও  আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার  বেলা ১১ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের যৌথ উদ্যোগে একটি র‌্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ হল রুমে  এক  আলোচনার সভা মাধ্যমে শেষ হয়। এসময় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মশিউর রহমানের  সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক রাব্বুল হোসেন।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত কমিশনার (ভুমি) শেখ মেহেদি ইসলাম, প্রকল্প বাস্তবায়ন অফিসার কাউসার আলম সরকার,যুব উন্নয়ন অফিসার কামরুজ্জামান সরদার, সমবায় অফিসার আ: হালিম,মহিলা বিষয়ক ভোলাহাট অফিসের আঞ্জুমান আরা প্রমূখ।

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মধুপুর উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। সোমবার (৮ মার্চ) সকাল ১১টায় মধুপুর উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় এর যৌথ আয়োজনে ও সনাক, টিআইবি, সূর্যের হাসি ক্লিনিক, প্রত্যাশা, বুরো বাংলাদেশ মধুপুরের সহযোগিতায় মধুপুর উপজেলা পরিষদ হলে রুমে “করোনাকালে নারী নেতৃত্ব গড়বে নতুন সমতার বিশ্ব” এ প্রতিপাদ্যে জাতীয় নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার আরিফা জহুরা এর  সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার( মধুপুর সার্কেল) শাহিনা আকতার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শরিফ আহমেদ নাছির, মহিলা ভাইস চেয়ারম্যান যষ্ঠিনা নকরেক,  উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আমিনা বেগম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আঃ মান্নান, , সনাক সভাপতি বজলুর রশিদ খান, এসিডিএফ মধুপুর এর সভাপতি অজয়। 

নবীনগর ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: নবীনগরে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা প্রশাসন ও মহিলা অধিদপ্তরের যৌথ উদ্যোগে সোমবার (৮ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও ঋণ বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার একরামুল ছিদ্দিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন-উপজেলা চেয়ারম্যান মো: মনিরুজ্জামান মনির, ভাইস চেয়ারম্যান শিউলী রহমান,  মহিলা বিষয়ক কর্মকর্তা জেসমিন আরা, প্রধান শিক্ষক কাউছার বেগম, নারী উদ্যোক্তা স্ররসতী বর্মন কাজী নয়ন তারা প্রমুখ। পরে ৪ জন নারী উদ্যোক্তার হাতে ১০ লাখ ২০ হাজার টাকার ঋণের চেক বিতরণ করা হয়।  

সিরাজদীখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: করোনাকালে নারী নেতৃত্ব, গড়বে নতুন সমতার বিশ্ব এই প্রতিপাদ্যকে সামনে রেখে মুন্সীগঞ্জের সিরাজদীখানে ৮মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার বেলা ১১ টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলামের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মঈনুল হাসান নাহিদ, মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাভোকেট তাহমিনা আক্তার তুহিন,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহমেদ সাব্বির সাজ্জাদ ,থানার ওসি এস এম জালাল উদ্দিন,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আঞ্জুমান আরা,মহিলা বিষয়ক কর্মকর্তা কান্তা পাল, যুব উন্নয়ন কর্মকর্তা ডলী রাণী নাগসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা ও বিভিন্ন ইউপি চেয়ারম্যান,সাংবাদিক উপস্থিত ছিলেন।

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের আক্কেলপুরে নারী দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি, মানববন্ধন, রচনা প্রতিযোগীতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আক্কেলপুর পাইল্ট বালিকা বিদ্যালয়ের হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মহিলা বিষয়ক কর্মকর্তা রিতা রানীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম হাবিবুল হাসান। এসময় আরো উপস্থিত ছিলেন-ম্যাধমিক শিক্ষা কর্মকর্তা মকবুল হোসেন, সমাজসেবা কর্মকর্তা সোহেল রানা, পল্লী উন্নয়ন অফিসার নাজমুল হক, খাদ্য পরিদর্শক অপূর্ব রায়হান প্রমুখ । 

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের রাজারহাটে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৮ মার্চ সকালে রাজারহাট উপজেলা প্রশাসনের আয়োজনে নারী দিবসে এক বর্ণাঢ্য র‌্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।পরে উপজেলা অফিসার্স ক্লাবে উপজেলা নারী ও শিশু বিষয়ক কর্মকর্তা জয়ন্তির রানীর সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার নূরে তাসনিমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজারহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পী।অন্যাদের মধ্যে আলোচনায় অংশ নেয় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আশিকুল ইসলাম সাবু,কৃষি কর্মকর্তা সম্পা ইসলাম, উপজেলা তথ্য আপা শোহেলী বেগম। এসময়ে উপস্থিত ছিলেন ঘড়িয়াল ইউপি চেয়ারম্যান রবীন্দ্রনাথ কর্মকার,উমরমজিদ ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী সরদারসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।আলোচনা শেষে নারী জয়িতাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। 

মোরেলগঞ্জ প্রতিনিধি: মোরেলগঞ্জে আর্ন্তজাতিক নারী দিবস পালিত হয়েছে। সোমবার দুপুরে স্থানীয় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষায়ক অধিদপ্তর মোরেলগঞ্জে কার্যালয়ের আয়োজনে আলোচনা সভার আয়োজন করে। “মুক্তিযুদ্ধ, মুজিব শতবর্ষসহ করোনা পরিস্থিতিতে নারী নেতৃত্ব এবং নারীর বলিষ্ঠ অবদান ” শীর্ষক আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মো. দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাড. শাহ-ই-আলম বাচ্চু আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদের  সদস্য আফরোজ আক্তার লিনা, উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা ছাবুল, মোরেলগঞ্জ শাখার ওয়ার্ল্ড ভিশন ম্যানেজার  লাভলী লাকী বিশ্বাস, নিজাম উদ্দিন প্রমুখ। বক্তাদের শ্লোগান আর্ন্তজাতিক নারী দিবসে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীর অঙ্গিকার সুরক্ষিত হক নারীর অধিকার।

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস ২০২১ উদযাপন উপলক্ষে উপজেলা পরিষদ সভাকক্ষে সকাল ১১টায় আলোচনা সভা অনুষ্ঠত হয়েছে।  সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামীলীগের সদস্য ও উপজেলা চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু। উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আহম্মেদের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ভিপিএম সুলতান আহম্মেদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজনীন আক্তারী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তৌফিক আজিজসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও সুশীল সমাজের বৃক্তিবর্গ।

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি :গঙ্গাচড়া উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়েছে। কর্মসূচির মধ্য ছিল আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বিশ্ব খাদ্য কর্মসূচী, আরডিআরএস বাংলাদেশ, পল্লী শ্রী, দি হাঙ্গার প্রজেক্টের সহায়তায় এসব কর্মসূচী পালন করা হয়। সোমবার (৮ ই মার্চ) উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমিন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শরিফুল ইসলাম এর সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মৌসুমী আখতার। বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সাজু মিয়া ও রাবিয়া বেগম, হাঙ্গার প্রজেক্টের উপজেলা সমন্বয়কারী সামসুদ্দীন প্রমুখ। সভা শেষে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।  

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:  চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। সোমবার (৮ মার্চ) সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর বিভিন্ন কর্মসূচির আয়োজন করে। জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বঙ্গবন্ধু মঞ্চে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.কে.এম. তাজকির-উজ-জামান। জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক সাহিদা আখতারের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, নবাবগঞ্জ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর সুলতানা রাজিয়া, চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মনোয়ারা খাতুন, জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান অ্যাড. ইয়াসমিন সুলতানা রুমা, জেলা পরিষদের সদস্য সান্তনা হক, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আখতার। বাল্যবিবাহ প্রতিরোধের আহ্বান প্রদান অতিথির।  অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা পৃথকভাবে বিভিন্ন কর্মসূচির আয়োজন করে।

দাকোপ(খুলনা) প্রতিনিধি: “করোনাকালে নারী নেতৃত্ব গড়বে, নতুন সমতার বিশ্ব ও শেখ হাসিনার বারতা, নারী পুরুষ সমতা” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে খুলনার দাকোপে নানা কর্মসূচীর মধ্য দিয়ে নারী দিবস পালিত হয়েছে। সোমবার (৮ মার্চ) আন্তর্জাতিক নারী দিবস পালন উপলক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

মঠবাড়িয়া প্রতিনিধি: “করোনাকালে নারী নেতৃত্ব গড়বে, নতুন সমতার বিশ্ব ও শেখ হাসিনার বারতা, নারী পুরুষ সমতা” এ প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের মঠবাড়িয়ায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এতে স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেনি পেশার মানুষ অংশ নেয়। শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি ভৌমিক এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন আহম্মেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান সিফাত, যুব উন্নযন কর্মকর্তা কবির আহম্মেদ, মহিলা বিষয়ক কর্মকর্তা মনিকা আক্তার, প্রেসক্লাব সভাপতি জাহিদ উদ্দিন পলাশ, পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক জিন্নাতুন নেছা ইভা, শিক্ষক আবুল কালাম আজাদ, স্টেপস কর্মকর্তা ইসরাত জাহান মমতাজ প্রমুখ।

মহেশপুর (ঝিনাইদহ)প্রতিনিধি: সোমবার সকালে মহেশপুরের ফতেপুর গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে আন্তার্জাতিক নারী দিবসে এইচআরডিএফের উদ্যোগে  র‌্যালি, আলোচনাসভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শারমিন সুলতানা লাবনীর সভাপতিত্বে আলোচনাসভায় বক্তব্য রাখেন ঝিনাইদহ এইচআরডিএফের সভাপতি আব্দুর রহমান, ফতেপুর ইউপি সদস্য আশাদুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, সহকারী শিক্ষিকা নাসরিন খাতুন, ওয়ালিউল ইসলাম, গোলাপী খাতুন, আফসানা মিম প্রমুখ।  করে।  

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: সোনারগাঁওয়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। সোমবার নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় যথাযথ মর্যাদায় পালন করা হয়েছে আন্তর্জাতিক নারী দিবস। দিবসটিতে আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমা আক্তারের সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাবুল ওমর বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আব্দুল জব্বার, উপজেলা সমবায় অফিসার পারভীন আক্তার, উপজেলা সমাজ সেবা অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির সহ উপজেলা অন্যান্য কর্মকর্তা- কর্মচারী এবং বিভিন্ন ইউনিয়ন পরিষদের সদস্য।
 
ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ত্রিশালে জাতীয় নারী দিবস পালিত হয়েছে। সোমবার সকালে ত্রিশাল উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ হলে রুমে নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হিলেন-উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন সরকার। উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের প্রবীণ নেতা ফজলে রাব্বী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মুক্তি রাণী রায়, উপজেলা সমবায় অফিসার অপূর্ব মালাকার, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান জাহিদা আক্তার রুনা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার নাহিদ হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের প্রশিক্ষক শাহানা আক্তার, ব্র্যাক ত্রিশাল শাখার কর্মসূচী সংগঠক জহিরুল ইসলাম, আহাদুজ্জামান প্রমুখ।

ভৈরব ( কিশোরগঞ্জ) প্রতিনিধি: ভৈরবে আন্তজার্তিক নারী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার অধিদপ্তরের আয়োজনে সোমবার (৮ মার্চ) দুপুরে উপজেলা প্রশাসন সম্মেলন কক্ষে ইউএনও লুবনা ফারজানার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব মোঃ সায়দুল্লাহ মিয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-সহকারি কমিশনার ( ভূমি) হিমাদ্রি খিসা, ভৈরব থানার ওসি (তদন্ত) আলী মোহাম্মদ রাশেদ, কৃষি কর্মকর্তা আকলিমা বেগম,প্রেসক্লাব সভাপতি অধ্যাপক শামসুজ্জামান বাচ্চু প্রমুখ।

মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: “করোনাকালে নারী নেতৃত্ব, গড়বে নতুন সমতার বিশ্ব” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জের মুকসুদপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। সোমবার সকালে উপজেলা প্রসাশন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ থেকে একটি র্যালী বের হয়ে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা ফারুক খান মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মুকসুদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কাবির মিয়া। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জোবায়ের রহমান রাশেদ। উপজলো মহিলা বিষয়ক অফিসার শহিদুল ইসলামের সঞ্চলনায় বক্তব্য রাখেন-মুকসুদপুর পৌর মেয়র অ্যাড. আতিকুর রহমান মিয়া, সহকারী কমিশনার ভুমি আসমত হোসেন, মুকসুদপুর থানার ইন্সপেক্টর তদন্ত আমিনুর রহমান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম মোল্যা, মুকসুদপুর সংবাদ পত্রিকার সম্পাদক হায়দার হোসেন, কহলদিয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসমা খানম, লিপি নাসরীন প্রমুখ।  

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি: ‘করোনাকালে নারী নেতৃত্ব, গড়বে নতুন সমতার বিশ্বথ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে ঝালকাঠির নলছিটিতে আন্তর্জাতিক নারী দিবস-২০২১ উদযাপন করা হয়েছে।  আন্তজার্তিক নারী দিবস উপলক্ষে সোমবার(৮ মার্চ) সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান হিসেবে বক্তব্য রাখেন-জেলা আওয়ামী লীগের সহ সভাপতি,নলছিটি উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান। উপজেলা নির্বাহী অফিসার রুম্পা সিকদারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-উপজেলা ভাইস চেয়ারম্যান (মহিলা) মিসেস মোর্শেদা লস্কর ও উপজেলা কৃষি কর্মকর্তা ইসরাত জাহান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাইমুন্নাহার।শিক্ষক সাংবাদিক আমির হোসেনের সঞ্চালনায় উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিঃ) রমনি কান্ত মিস্ত্রি, উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষক তাহমিনা বেগম, মহিলা নেত্রী সাহিদা আক্তার উপস্থিত ছিলেন।  
 
কয়রা (খুলনা) প্রতিনিধি:  খুলনার কয়রায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে এবং ওয়ার্ল্ড ভিশন নবযাত্রা প্রকল্পের সহায়তায় উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন-উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডাঃ মোন্তাইন বিল্লাহ। প্রধান অতিথির বক্তব্য দেন-উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস। আরো বক্তব্য রাখেন-মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী সাগর হোসেন সৈকত, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, ইউপি চেয়ারম্যান মোহাঃ হুমায়ুন কবির, অধ্যক্ষ অদ্রিশ আদিত্য মন্ডল, প্রধান শিক্ষক খায়রুল আলম, নবযাত্রা প্রকল্পের ফিল্ড ম্যানেজার মনোতোষ কুমার মধু প্রমুখ।  

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: সারাদেশের ন্যায় নওগাঁর নিয়ামতপুরে আন্তর্জাতিক নারী দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়। সোমবার ৮ মার্চ সকাল ১১টায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে ও ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচীর সহযোগিতায় নারী দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জয়া মারীয়া পেরেরা। আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব হোসাইন, সহকারী কমিশনার (ভূমি) নিলুফা সরকার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফার ইয়াসমিন। উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার সেলিম উদ্দিনের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্য উপস্থিত ছিলেন-ডাঃ এনামুল হক, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আরিফুজ্জামান, প্রেস ক্লাব সভাপতি তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক জনি আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, ব্র্যাক কর্মী আহসান হাবীব।

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের গৌরীপুরে ৮ মার্চ শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে আন্তজাতিক নারী দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আযোজনে এ উপলক্ষে  স্থানীয় পাবলিক হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মারুফের  সভাপতিত্বে ও মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার কমল রায়ের সঞ্চালনায় বিশেষ অতিথি  হিসেবে বক্তব্য রাখেন-উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি  ডাঃ হেলাল  উদ্দিন আহমেদ,মহিলা ভাইস চেয়ারম্যান  সালমা আক্তার রুবি, যুব উন্নয়ন কর্মকর্তা নন্দন কুমার দেবনাথ, ইউ আর সি প্রশিক্ষক মাকসুদা আক্তার বানু, এডরা প্রশিক্ষক রোখসানা পারভীন, স্বাগত বক্তব্য রাখেন উপজেলা  মহিলা  বিষয়ক কর্মকর্তা সুলতানা বেগম আকন্দ।
 
নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:  চাঁপাই নবাবগঞ্জের নাচোলে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে  সোমবার সকালে ১০ টার দিকে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে বিভিন্ন নারী উদ্যোক্ত ও নারীদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা প্রভাতী মাহাতো্থর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন-নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নির্বাহী অফিসার সাবিহা সুলতানা, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুন নাঈম মুন্নি, মহিলা ডির্গী কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার আ,ফ,ম, হাসান প্রমুখ।

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধ: টাঙ্গাইলের ভূঞাপুরে আর্ন্তজাতিক নারী দিবস পালিত হয়েছে। সোমবার (৮ মার্চ) সকাল ১১ টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ ইশরাত জাহান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আব্দুল হালিম এডভোকেট। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহিলা ভাইস চেয়ারম্যান আলিফ নুর মিনি, মহিলা সেবা সংস্থার সভাপতি নার্গিস পারভীন, ওসি তদন্ত এনামুল হক চৌধুরী, তথ্য সেবা কর্মকর্তা জলি রাণী দাস, প্রেসক্লাবের সভাপতি শাহ আলম প্রামানিক প্রমুখ।  

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুরে আন্তর্জাতিক নারী দিবস ২০২১ পালিত হয়েছে। সমতার বিশ্ব গড়ার প্রত্যয় এবং নারীর সম-অধিকার প্রতিষ্ঠায় ১৯১৪ সাল থেকে বিভিন্ন দেশ দিবসটি পালন করে আসছে। ১৯৭৫ সাল থেকে জাতিসংঘ দিনটি ‘আন্তর্জাতিক নারী দিবস’ হিসেবে পালন করে আসছে। এবার নারী দিবসের প্রতিপাদ্য- ‘করোনাকালে নারী নেতৃত্ব, গড়বে নতুন সমতার বিশ্ব’। সোমবার দিবসটি উপলক্ষে নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার সিফাত-ই-জাহান এর সভাপতিত্বে ও মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা বেগম এর সঞ্চালনায় উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারিন মসরুর, উপজেলা পরিষদের ভাইস্ চেয়ারম্যান হুমায়ুন কবীর, মহিলা ভাইস চেয়ারম্যান ছামিনা বেগম শিপ্রা প্রমুখ।

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি: খুলনার ডুমুরিয়ায় উপজেলা প্রশাসন ও মহিলা অধিদপ্তরের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।এ উপলক্ষে সোমবার সকালে শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে নির্বাহী অফিসার মোঃ আবদুল ওয়াদুদ’র সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য নারায়ন চন্দ্র চন্দ। সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রীনা মজুমদার। শিক্ষক শফিকুল আলমের সঞ্চালনায় বক্তব্য দেন মহিলা ভাইস চেয়ারম্যান শারমীনা পারভীন রুমা, মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম মানিক, পিআইও মোঃ আশরাফ হোসেন,মাধ্যমিক শিক্ষা অফিসার সেখ ফিরোজ আহমেদ,সমাজসেবা কর্মকর্তা সুব্রত বিশ্বাস, যুব উন্নয়ন কর্মকর্তা এসএম কামরুজ্জামান, ওসি মোঃ ওবাইদুর রহমান, ইউপি চয়ারম্যান মোল্যা রেজোয়ান হোসেন প্রমুখ। সভা শেষে কিশোরীদের আত্মরক্ষায় কারাতে প্রশিক্ষণ, নবরশ্মি ও সতকাহন এর উদ্বোধন করেন প্রধান অতিথি। 

ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি: “করোনাকালে নারী নেতৃত্ব, গড়বে নতুন সমতার বিশ্ব” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ইন্দুরকানীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। সোমবার রুপান্তর ও নারী কল্যাণ সোসাইটি উদ্যোগে নারী কল্যাণ সোসাইটি কার্যালয়ে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নারী কল্যাল সোসাইটির চেয়ারপার্সন নাজমুন্নাহারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নূরে জান্নাত ফেরদৌসী। এছাড়াও উপস্থিত ছিলেন ইন্দুরকানী নারী ফোরামের আহবায়ক ও প্রেসক্লাব সভাপতি মোঃ আজাদ হোসেন বাচ্চু, ইউপি সদস্য নিগার সুলতানা,রূপসী বাংলা উন্নয়ন সংস্থার সমন্বয়কারী মোঃ আলতাফ হোসেন, উপজেলা জিবিভি প্লাটফর্মে যুগ্ন আহবায়ক শাহিদুল ইসলাম, সদস্য মোঃ মনিরুজ্জামান খান,কে.এম শামীম রেজা সহ ইন্দুরকানী নারী ফোরামের সদস্যবৃন্দ।  

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কাপাসিয়া উপজেলা প্রশাসন ,উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার সকালে কাপাসিয়া উপজেলা পরিষদ কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোসা: ইসমত আরার  সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপি। বিশেষ অতিথি হিসেবে ছিলেন-উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুহম্মদ শহীদুল্লাহ ,সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান, ,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আরা সরকার। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন আকতার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মারজিয়া সরকার, কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আলম চাঁদ,উপজেলা যুবলীগের সভাপতি সাখাওয়াত হোসেন প্রধান, কড়িহাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুল আলম মোড়ল, তরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আয়ুবুর রহমান সিকদার, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রাজীব ঘোষ,উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদুল হাসান মামুন সহ উপজেলার বিভিন্ন এলাকার নারী উদ্যোক্তারা ।

শরীয়তপুর প্রতিনিধি: সারদেশের ন্যায় নানা আয়োজন ও কর্মসূচির মাধ্য দিয়ে শরীয়তপুর জেলা সদর সহ অপর ৫ উপজেলা শহরে নারী দিবস উদযাপন হয়েছে। দিবসটি উপলক্ষে শরীয়তপুর জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত কর্মসূচীর মধ্যে ছিল র্যালি, আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ। এছারাও অনুষ্ঠানে দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনা, ডকুমেন্টারি প্রদর্শন ও সম্মাননা প্রদান করা হয়। শরীয়তপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শামীম হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান। বিশেষ অতিথি ছিলেন শরীয়তপুর পৌরসভার মেয়র এ্যাড. পারভেজ রহমান জন, সদর উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান সামিনা ইয়াছমিন, জাতীয় মহিলা সংস্থার শরীয়তপুর জেলা চেয়ারম্যান এ্যাড. রওশন আরা বেগম। আলোচনা শেষে মহিলা সংস্থার সহায়তায় ২০ জন অসচ্ছল নারীর হাতে সেলাই মেশিন ও সমাজে বিভিন্ন অবদানের জন্য ৫ নারীকে সম্মাননা প্রদান করা হয়।

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় বেসরকারি সংস্থা বেসিক এর উদ্যোগে উপজেলা রবিদাস মহিলা উন্নয়ন সমিতির আয়োজনে বেসিক সংস্থার সহযোগিতায় আন্তর্জাতিক নারী দিবস পালিত। সোমবার আন্তর্জাতিক নারী  দিবস উপলক্ষ্যে ফুলবাড়ীর প্রধান প্রধান সড়ক ঘুরে র্যালী করে বেসিক অফিসে এসে শেষ হয়। আলোচনাসভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন বেসিক এর নির্বাহী পরিচালক শ্যামল চন্দ্র সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সমাজ উন্নয়নের নির্বাহী পরিচালক মোছাঃ নাসিমা পারভীন। সভাপতিত্ত্ব করেন সন্ধ্যা রানী রবি দাস। আন্তর্জাতিক নারী দিবস পালিত অনুষ্ঠানটির সঞ্চালনা করেন রাসেল মার্ডী, প্রোগ্রাম কর্মকর্তা বেসিক ফুলবাড়ী। এসময় রবি দাস মহিলা উন্নয়ন সমিতির সকল নেতকর্মী ও সদস্যগণ এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।  

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের চিলমারীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। সোমবার সকালে আন্তর্জাতিক নারী দিবস পালন উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এবং আরডিআরএস বাংলাদেশ বিবিএফজি প্রকল্প, মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতির রেজিলিয়েন্স প্রকল্প, ফ্রেন্ডশিপ, ওয়ার্ল্ড কনসার্ন ও ওসিসির সহযোগিতায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার এ, ডব্লিউ, এম রায়হান শাহ্ এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শওকত আলী সরকার বীরবিক্রম, বিশেষ অতিথি হিসেবে ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আছমা বেগম চৌধুরী। এছাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ তাহের আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ কোহিনুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সখিনা খাতুন, রেডিও চিলমারীর সম্প্রচার কর্মী মোছাঃ লুৎফুন্নাহার হ্যাপী, জিনিয়া খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন। 

দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি: নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর এর আয়োজনে বেসরকারী উন্নয়ন সংস্থা দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্রের সমৃদ্ধি প্রকল্প,কেয়ার বাংলাদেশ, ওয়াই ডব্লিউ সি এ, সারা, সাস ও কারিতাস এর সহযোগিতায় সোমবার আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। সকাল ১১টায় জিও-এনজিও প্রতিনিধিদের অংশগ্রহনে উপজেলা পরিষদ হলরুমে ‘‘করোনাকালে নারী নেতৃত্ব গড়বে নতুন সমতার বিশ্ব’’ এই প্রতিপাদ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাজীব-উল-আহসান এর সভাপতিত্বে ডিএসকের প্রকল্প কর্মকর্তা আবুল কালাম আজাদ এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্যদেন উপজেলা পরিষদ চেয়ারম্যান পারভীন আক্তার, প্রেসক্লাব সভাপতি এস.এম রফিকুল ইসলাম-রফিক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমাতুজ জোহরা, ওয়াই ডব্লিউ সি এর সম্পাদিকা লুদিয়া রুমা সাংমা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা,এনজিও সমন্বয় কমিটির সভাপতি শামীম কবীর প্রমুখ। বক্তারা সমাজে এখনো অনেক নারী তাঁদের অধিকার থেকে বঞ্চিত রয়েছেন। নারীদের অধিকার রক্ষায় সরকারী-বে-সরকারী সকল প্রতিষ্ঠানকে এগিয়ে আসার আহবান জানান। অনুষ্ঠানে নারীর অধিকার বিষয়ক প্রামান্য চিত্র প্রদর্শন করা হয়। 

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। সোমবার সকালে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় কর্তৃক আয়োজিত উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা্থর সভাপতিত্বে ও একাডেমিক সুপারভাইজার রোখসানা পারভীনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শাহাজাহান। অন্যন্যদের মাঝে বক্তব্য রাখেন কৃষি কর্মকর্তা আল মামুন হাসান,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল হোসেন,মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাত সুলতানা, আমার বাড়ি আমার খামারের সমন্বয়ক পারভীন সুলতানা,তথ্য সেবা কর্মকর্তা মেরিন নাসরিন,সুকোমল রায়, প্রেসক্লাব সেক্রেটারি সাব্বির হাসান, ইশরাত জাহান ডলি, মিজানুর রহমান, আলমগীর কবীর প্রমুখ। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শত বার্ষিকী উপলক্ষে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি: “করোনা কালে নারী নেতৃত্ব, গড়বে নতুন সমতার বিশ্ব”-এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের শ্রীবরদীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। সোমবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে সম্মেলন কক্ষ সোমেশ্বরীত মুক্তিযুদ্ধ, মুজিব শতবর্ষসহ করোনা পরিস্থিতিতে নারী নেতৃত্ব এবং নারীর বলিষ্ঠ অবদান শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম। সভার শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমাতুজ্জহুরা। উপজেলা একাডেমিক সুপারভাইজার মোশারফ হোসেনের সঞ্চলনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা বেগম জলি, মাধ্যমিক শিক্ষা অফিসার রহুল আলম তালুকদার, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা নুসরাত জাহান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ, উপজেলা ট্রাইবাল এসোসিয়েশনের চেয়ারম্যান প্রাঞ্জল এম.সাংমা প্রমুখ। এসময় উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও বিভিন্ন সংগঠনের নারী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

গুইমারা প্রতিনিধি:  গুইমারাতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।এই উপলক্ষে সোমবার(৮মার্চ)সকাল ১০টায় ওএলএইচআর এন্ড আরইডাব্লিউজি প্রজেক্ট খাগড়াপুর মহিলা কল্যাণ সমিতির সহযোগিতায়,গুইমারা উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে, উপজেলা নির্বাহী অফিসারে কার্যালয়ের সম্মেলন কক্ষে,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা.হাসিনা আক্তারের সঞ্চালনায়, উপজেলা নির্বাহী অফিসার তুষার আহমেদ এর সভাপতিত্বে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়েছে। সভায় উপস্থিত ছিলেন,গুইমারা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্ণা ত্রিপুরা,গুইমারা থানার ওসি(তদন্ত) মো.সফিকুল রহমান,হাফছড়ি ইউপি চেয়ারম্যান চাইথোয়াই চেন্ধুরী,সিন্দুকছড়ি ইউপি চেয়ারম্যান রেদাক মারমা,গুইমারা সরকারি কলেজের অধক্ষ মো.নাজিম উদ্দিন,গুইমারা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ম্রাচাথোয়াই মগ,গুইমারা সরকারি মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক বাবুল হোসেন প্রমুখ।আলোচনা সভায় দিবসটির তাতপর্য তুলে ধরে বক্তব্য রাখেন বক্তারা।
 
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
পীরগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। নারীর সম-অধিকার প্রতিষ্ঠায় ১৯১৪ সাল থেকে বিভিন্ন দেশে দিবসটি পালন করে আসছে।  ১৯৭৫ সাল থেকে জাতিসংঘ দিনটি ‘আন্তর্জাতিক নারী দিবস’ হিসেবে পালন করছে। সারাদেশের মতো ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে  যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হয়। 

শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলায় আন্তর্জাাতিক নারী দিবস ২০২১ উদযাপিত হয়েছে। সোমবার সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা অধিদপ্তরের যৌথ আয়োজনে একটি র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা লিজা এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহিদুন্নবি কালু, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা শামিম আহমেদ খান, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা খানম,উপস্থাপনা করেন সহকারী অধ্যাপক আব্দুল ওহাব।

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে ‘করোনা কালে নারী নেতৃত্ব, গড়বে নতুন সমতার বিশ্ব’ প্রতিপাদ্যে আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। সোমবার উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাবীবা খাতুনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি। সভায় বিশেষ অতিথি হিসাবে উপজেলা চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, মেয়র কে এম জাকির হোসেন, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজী, মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার কলি, নগর ইউপি চেয়ারম্যান নিলুফার ইয়াসমিন ডালু, উপজেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান নাজমা খাতুন বক্তব্য রাখেন। 

নরসিংদী প্রতিনিধিঃ “শেখ হাসিনার বারতা, নারী-পুরুষ সমতা” এবং “করোনাকালে নারী নেতৃত্ব গড়বে নতুন সমতার বিশ্ব” প্রতিপাদ্যকে সামনে নিয়ে আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপন উপলক্ষে নরসিংদীর পলাশে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পলাশ উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে গতকাল সোমবার সকালে পলাশ উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার রুমানা ইয়াসমিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন। এসময় আরো বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিনুল, পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মো: নাসির উদ্দীন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো: কারীউল্লাহ সরকার ও মহিলা বিষয়ক কর্মকর্তা রেহানা পারভীন প্রমুখ। পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন বলেছেন, আমরা মানুষ সৃষ্টির সেরা জীব। সৃষ্টিকর্তা কর্তৃক মানুষে মানুষে কোন ভেদাভেদ নেই। কিন্তু সামাজিক দৃষ্টিকোণ থেকে লিঙ্গ ভেদে মানুষকে পার্থক্য করা হয়। প্রধানত নর এবং নারী এই দুটি ভাগে ভাগ করে প্রতিনিয়ত তৈরি করা হচ্ছে আমাদের সমাজে সামাজিক লিঙ্গ বৈষম্য। সুস্থ সমাজ গঠনের জন্য এধরনের লিঙ্গবৈষম্য অবশ্যই দূর করা উচিত। নারী বা নর যেটাই হোক না কেন তাদেরকে লিঙ্গ ভেদে নয় বরং মানুষ হিসেবে মূল্যায়ন করা উচিত। তিনি আরো বলেন, নারীকে শুধুমাত্র নারী হিসেবেই নয়, জাতির কর্ণধার হিসেবে ভাবতে পারলেই নারীরা হয়ে উঠবে আগামী দিনের কান্ডারী।

নড়াইল প্রতিনিধি: নড়াইলে আন্তর্জাতিক নারী দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার(০৮ মার্চ) সকাল ১১টায় নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর নড়াইল এর আয়োজনে মোঃ আনিছুর রহমান উপ-পরিচালক মহিলা বিষয়ক অধিদপ্তর নড়াইল এর সভাপতিত্বে আলোচনা সভা হয়। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান বলেন, আমার জেলায় দ্বতীয় কোনো বিয়ে করতে হলে প্রশাসনকে অবহিত করতে হবে। একাধিক বিয়েতে অনেক পরিবারে দাম্পত্য জীবনে অশান্তি খুন খারাবি পর্যন্ত হয়ে থাকে। এসময় উপস্থিত ছিলেন  পুলিশ সুপার প্রবীর কুমার রায় পিপি এম,আঞ্জুমান আরা মেয়র নড়াইল পৌরসভা, কবিতা রহমান চেয়ারম্যান জাতীয় মহিলা সংস্থা নড়াইল,রাবেয়া ইফসুফ সভাপতি জেলা মহিলা আওয়ামীলীগ সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃ বৃন্দ।

আমারসংবাদ/এআই