Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪,

আধুনিক জলঢাকা গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে: তুরিন আফরোজ 

নিজস্ব প্রতিবেদক

মার্চ ৮, ২০২১, ০৩:১০ পিএম


আধুনিক জলঢাকা গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে: তুরিন আফরোজ 

নারী অধিকারে সোচ্চার ও আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজ বলেছেন, দুর্নীতি, মাদক, নারী নির্যাতন, চাঁদাবাজি মুক্ত জলঢাকা গড়ে তুলতে হবে। এজন্য নারী-পুরুষ সবাইকে একযোগে কাজ করতে হবে। আগামীতে জলঢাকা হবে নতুন প্রজন্মের, নতুন দিগন্তের। জলঢাকার জনসংখ্যার অর্ধেক নারী। তাই নারীদের আমরা আর পিছে ফেলে রাখতে চাই না। আমি আপনাদের কন্যা হিসেবে সবাইকে আধুনিক জলঢাকা উপহার দিতে চাই। 

করোনাকালে নারী নেতৃত্ব, গড়বে নতুন সমতার বিশ্ব এই প্রতিপাদ্য বিষয় নিয়ে সোমবার (৮ মার্চ) ব্যারিস্টার তুরিন আফরোজ ফাউন্ডেশনের উদ্যোগে নীলফামারীর জলঢাকায় সহস্রাধিক নারীর সমাগমে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়। এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার তুরিন আফরোজ নয়া জলঢাকা আন্দোলনের ডাক দিয়ে এসব কথা বলেন।

জলঢাকা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত আলোচনাসভায় সভাপতিত্ব করেন একাত্তরের শহীদ জায়া বোদনশ্বরী শীল। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারী নেত্রী ব্যারিস্টার ড. তুরিন আফরোজ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহাবুব হাসান, সহকারী কমিশনার (ভূমি)  সিফাত মো. ইশতিয়াক ভুঁইয়া, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. রেজওয়ানুল কবির সজীব, তুরিন আফরোজ ফাউন্ডেশনের প্রধান সমন্বয়ক এনামুল হক।

এ বছরের নারী দিবসের প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জলঢাকা স্বাস্থ্য কমপ্লেক্সের সহযোগিতায় অনুষ্ঠানস্থলে দিনব্যাপী করোনা ভ্যাকসিনের টিকা গ্রহণের রেজিস্টেশন করেন ফাউন্ডেশনের সহস্রাধিক নারী কর্মীবৃন্দ।

আলোচনাসভা শেষে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে জলঢাকা পৌরসভা বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

আমারসংবাদ/জেআই