Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪,

গৌরীপুরে আধাবেলা হরতাল পালিত

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি 

মার্চ ৮, ২০২১, ০৩:৩৫ পিএম


গৌরীপুরে আধাবেলা হরতাল পালিত

গৌরীপুরের গতকাল রোববার পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলামকে লক্ষ্য করে হত্যার উদ্দেশ্যে সন্ত্রাসীরা পর পর গুলি ছুড়ে। এ গুলিবর্ষণের ঘটনায় ময়মনসিংহের গৌরীপুর পৌর এলাকায় ব্যবসায়ীদের ডাকে সোমবার (৮ মার্চ) আধাবেলা হরতাল পালিত হয়। সোমবার সকাল ৬টা থেকে বেলা ২টা পর্যন্ত এ আধাবেলা এ হরতাল চলে।

এদিকে হরতালের কারণে কাঁচাবাজার, মাছবাজার, ওষুধ ও খাবারের দোকানও বন্ধ রয়েছে। এখন পর্যন্ত পৌর বাসস্ট্যান্ড, অটোস্ট্যান্ড থেকে কোনো যানবাহন আন্তঃসড়কে চলাচল করেনি। হরতালের কারণে পুরো শহর ছিল ফাঁকা।  

এছাড়া সকাল থেকে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়কে পুলিশ মোতায়েন ছিল। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা বা রাস্তায় পিকেটিংএর সংবাদ পাওয়া যায়নি।   

নাম প্রকাশে অনিচ্ছুক ব্যবসায়ীদের তথ্যে জানা গেছে, গৌরীপুর পৌরসভার নবনির্বাচিত তিনবারের পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলামকে হত্যার উদ্দেশ্যে রোববার গুলিবর্ষণ ও হামলার প্রতিবাদে এ হরতাল পালিত হয়। রোববার ময়মনসিংহ প্রেসক্লাব এমপির সংবাদ সম্মেলন করার বিরুদ্ধে পাল্টা সংবাদ সম্মেলন ডেকেছে গৌরীপুর পৌর আওয়ামী লীগ। দুপুর ৩ টায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। 

সাংবাদিক সম্মেলনে পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলাম বলেন, আজকের এ হরতালের সাথে আমি বা আমার কোনো লোকজনের সম্পৃক্ত নয়। আমাকে পৌরবাসী বিপুল ভোটে টানা তিনবার মেয়র পদে নির্বাচিত হয়েছেন। আমার ওপর হামলার ঘটনায় ব্যবসায়ীরা স্বপ্রণোদিতভাবে হতো দোকানপাট বন্ধ রেখেছেন, যানবাহনও চালাচ্ছেন না। গত কাল রোববার এমপি নাজিম উদ্দিন আহমেদ এমপি মহোদয় ময়মনসিংহ প্রেসক্লাবে আমার নামে মিথ্যা বানোয়াটা কাল্পপনিক সংবাদিক সম্মেলন করেন। আমি আপনাদের মাধ্যমে এর তীব্র প্রতিবাদ জানাই।

কাঁচাবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম জানান, নবনির্বাচিত তিনবারে বিজয়ী পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলামকে লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনায় আজকের আধাবেলার হরতাল ডাকা হয়।

ধান-পাট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. হারুন-উর রশিদ জানান, ব্যবসায় মন্দা চলছে, তাই আজকে তারা স্বপ্রোনদিত হয়ে দোকানপাট বন্ধ রেখেছি।

আমারসংবাদ/কেএস