Amar Sangbad
ঢাকা বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪,

ঝিনাইদহ লাশকাটা ঘরে ফ্যান লাইট উপহার দিলেন ডা. জাহিদ দম্পত্তি

কে এম সালেহ, ঝিনাইদহ

মার্চ ১৩, ২০২১, ০১:১০ পিএম


ঝিনাইদহ লাশকাটা ঘরে ফ্যান লাইট উপহার দিলেন ডা. জাহিদ দম্পত্তি

নানা সমস্যায় জর্জরিত ছিল ঝিনাইদহ লাশকাটা ঘর। মর্গ হাউসে দীর্ঘদিন ধরেই মোমবাতি জালিয়ে লাশ কাটা করা হতো। উপরে ঘুরতো না কোনো সিলিং ফ্যান। পানির ট্যাপেও আসতো না ঠিকমত পানি। 

লাশকাটা ঘরের এই হাল দেখে বিচলিত হন ঝিনাইদহ পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডাঃ জাহিদ আহমেদ ও তার স্ত্রী মীর্জা রুনী আইরিন মূর্চ্ছনা। 

সমস্যা সমাধানে এগিয়ে আসেন এই স্বনামধন্য দম্পত্তি। পিতা প্রয়াত ডাঃ নাসির উদ্দীন আহমেদের পদাংক অনুসরণ করে মঙ্গলবার তিনি নিজেই হাজির হন লাশ কাটা ঘরে।

সেখানে তিনি নিজের মিস্ত্রি দিয়ে একটা আইপিএস, একটি সিলিং ফ্যান, এগজস্ট ফ্যান, ৫টি এলইডি লাইট ও স্যানিটারি ফিটিংস সামগ্রী লাগিয়ে দেন। 

অথচ এই সমস্যা সমাধানে এগিয়ে আসার কথা ঝিনাইদহ সদর হাসপাতাল কর্তৃপক্ষের। 

সংশ্লিষ্টদের কাছ থেকে তথ্য নিয়ে জানা যায়, ডাঃ জাহিদ আহমেদ ও তার স্ত্রী মীর্জা রুনী আইরিন মূর্চ্ছনা বিভিন্ন সময় গোপনে দান করেন। 

বিশেষ কোন দিবসে হতদরিদ্র ও গরীব মানুষদের মাঝে খাবার, কম্বল, কাপড় ও নগদ অর্থও বিতরণ করেন। 

এছাড়া বিভিন্ন গ্রামের মসজিদ, মাদ্রাসা ও এতিমখানা উন্নয়নে বিশেষ সহযোগী করে যাচ্ছেন।

আমারসংবাদ/এআই