Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪,

বোয়ালমারীতে আ.লীগের মনোনয়ন নিয়ে প্রবীণ নবীনদের লড়াই

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি

মার্চ ১৫, ২০২১, ০৫:৪০ এএম


বোয়ালমারীতে আ.লীগের মনোনয়ন নিয়ে প্রবীণ নবীনদের লড়াই

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ১০ ইউনিয়নে আসন্ন ইউপি নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে প্রবীণ-নবীনদের লড়াই শুরু হয়েছে। 

মনোনয়ন প্রত্যাশীরা স্থানীয় আওয়ামী লীগ নেতা সহ কেন্দ্রীয় নেতাদের সঙ্গে লবিং চালিয়ে যাচ্ছেন। ধরনা ধরছেন উপর মহলে মনোনয়ন পেতে। লবিংয়ের পাশাপাশি যার যার মাঠ দখলে রাখতেও ছুটে চলেছেন ভোটারদের কাছে। 

শেখর ইউনিয়নে জেলা পরিষদের সদস্য ও উপজেলা আ’লীগের সিনিয়র সহসভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও বর্তমান চেয়ারম্যান মো. ইস্রাফিল মোল্যা, নতুন মুখ কামাল আহমেদ। 

রূপাপাত ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান মো. আজিজার রহমান মোল্যা, সাবেক চেয়ারম্যান মো. হিমায়েত হোসেন, নতুন মুখ রূপাপাত ইউপি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা শাম মাস্টারের ছেলে মো. ইমদাদুল হক মিলন, ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি এসএম মহব্বত আলী, মো. রবিউল ইসলাম। 

গুনবহা ইউনিয়নে সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম, ইউপি আওয়ামী লীগের সভাপতি মো. আলমগীর হোসেন, নতুন মুখ উপজেলা যুবলীগ নেতা মো. দাউদুজ্জামান দাউদ, ইউপি আওয়ামী লীগের সহ সভাপতি সেলিমুজ্জামান সেলিম, উপজেলা কৃষক লীগের সদস্য কামরুল ইসলাম। 

সাতৈর ইউনিয়নে ইউপি আওয়ামী লীগের সভাপতি আকবার হোসেন আকুল, সাধারণ সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান মো. মজিবর রহমান, নতুন মুখ উপজেলা আ’লীগের তথ্য ও গবেষণা সম্পাদক সৈয়দ শাহিদুর রহমান সজল, উপজেলা যুবলীগ নেতা এম এম শাফিউল্লাহ শাফি, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মজিবর রহমান। 

ময়না ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান নাসির মো. সেলিম, ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য কামরুসজ্জামান, নতুন মুখ উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. আবুল খায়ের মিয়া, জিন্নাহ মিয়া, ইউপি আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. নুরইসলাম মোল্যা, বাংলাদেশ আওয়ামী লীগ যুবলীগ জেদ্দার সাবেক সাংগঠনিক সম্পাদক আশরাফুজ্জামান মিলন, ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পলাশ কুমার বিশ্বাস। 

পরমেশ্বদী ইউনিয়নে ইউনিয়ন আ’লীগের সদস্য ও বর্তমান চেয়ারম্যান নুরুল আলম মিনা মুকুল, আইন বিষয়ক সম্পাদক আ. মান্নান মাতুব্বর, শরীফ নজরুল ইসলাম, নতুন মুখ ফকির হাবিবুর রহমান, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সহসভাপতি মাসুদুর রহমান। 

দাদপুর ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন, সদস্য মো. শামীম মোল্যা, নতুন মুখ সাধারণ সম্পাদক আ. হাই মাতুব্বর, সদস্য হারুন অর রশিদ, বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট গাউজুর রহমান (গাউজ), উপজেলা কৃষকলীগের সহসভাপতি আব্দুল কুদ্দুস মাতুব্বর, মফিজুর রহমান (তানবির)। 

বোয়ালমারী সদর ইউনিয়নে নতুন মুখ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. তাঁরা মোল্যা, সহসভাপতি মো. ফারুক বাওয়ালী, ইউপি যুবলীগের আহবায়ক আব্দুল হক মাতুব্বর, মনিরুজ্জামান (উনির)।

উল্লেখ্য, গত ইউপি নির্বাচনে এই ইউনিয়ন থেকে নৌকা প্রতীক নিয়ে ইউনুচ শেখ নির্বাচনে অংশগ্রহণ করেন।

নির্বাচনের আগে নির্বাচন থেকে সরে দাড়ান। চতুল ইউনিয়নে উপজেলা যুবলীগ নেতা ও চতুল ইউপির জনপ্রিয় চেয়ারম্যান শরীফ সেলিমুজ্জামান লিটু, ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি খন্দকার বাসু, নতুন মুখ উপজেলা যুবলীগের একাংশের আহবায়ক মো. রফিকুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. বাকের ইদ্রিস। 

ঘোষপুর ইউনিয়নে উপজেলা আ’লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও বারবার নির্বাচিত চেয়ারম্যান এসএম ফারুক হোসেন, সাবেক চেয়ারম্যান চান মিয়া, নতুন মুখ উপজেলা আ’লীগের এাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোস্তাফা জামান সিদ্দিকী, ইমরান হোসেন নবাব, শেখ মো. তোরাব হোসেন।  

আমারসংবাদ/এআই