Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪,

রাজারহাটে ভ্রাম্যমাণ আদালতে ৫ ব্যবসায়ির জরিমানা

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি

মার্চ ১৬, ২০২১, ০১:৪৫ পিএম


 রাজারহাটে ভ্রাম্যমাণ আদালতে ৫ ব্যবসায়ির জরিমানা

কুড়িগ্রামের রাজারহাটে রাস্তায় গাছ-কাট রাখা ও লাইসেন্স না থাকায় ৪ করাত কল মালিক ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অপরাধে এক বেকারিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৬ মার্চ) ভ্রমমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরে তাসনীমের নেতৃত্বে উপজেলার ঘড়িয়াল ডাঁঙ্গা ইউপির কাশেমবাজারে মতিয়ার করাত কলের ৫ হাজার, আব্দুর রহমান করাতকলকে ২ শত টাকা, করাতকল মালিক আবু সুফিয়ানের ২ হাজার এবং সিংগারডাবড়ী বাজারে ভাই ভাই বেকারি মালিক এছরারুল ১ হাজার, করাত কল মালিক বিনয়ের ৫ হাজার টাকা অর্থদন্ড হয়েছে। 

এসময়ে উপস্থিত ছিলেন-বন কর্মকর্তা মোঃ মমিনুল ইসলাম, পাট উন্নয়ন সহকারী কর্মকর্তা রওশনারা বেগম,রাজারহাট থানার এএসআই নাসিরুল ইসলাম,ইমরান আলী,মুকুল মিয়া প্রমুখ।  

আমারসংবাদ/এআই