Amar Sangbad
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪,

ভূরুঙ্গামারীতে মাদক ও বাল্যবিয়ে বিরোধী র‌্যালি

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

মার্চ ১৯, ২০২১, ০৯:৪৫ এএম


ভূরুঙ্গামারীতে মাদক ও বাল্যবিয়ে বিরোধী র‌্যালি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাদক ও বাল্যবিয়ে নির্মূল এবং মেইল বাস সার্ভিস চালুর দাবিতে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

ভূরুঙ্গামারী উন্নয়ন সংস্থা নামক স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে শুক্রবার (১৯ মার্চ) সকালে ভূরুঙ্গামারী সরকারি কলেজ মাঠ থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। 

পরে কলেজ মাঠে ভূরুঙ্গামারী উন্নয়ন সংস্থার সভাপতি প্রফেসর মোজাম্মেল হকের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

এতে বক্তব্য রাখেন-জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব আলেফ উদ্দিন, বিএডিসির সাবেক প্রধান প্রকৌশলী ইয়াসিন আলী, উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী, ভূরুঙ্গামারী উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক ফখরুজ্জামান জেট প্রমুখ।

সভায় বক্তারা ভূরুঙ্গামারীকে মাদক ও বাল্য বিয়ে মুক্ত করতে সকলকে একসাথে কাজ করার আহ্বান জানানোর পাশাপাশি দ্রুত ভূরুঙ্গামারী থেকে বিভাগীয় শহর রংপুর পর্যন্ত মেইল বাস সার্ভিস চালু করার দাবি জানান। 

এছাড়া সংস্থাটি পক্ষ থেকে গুণীজন সম্মাননা, কর্ম পরিকল্পনা মূল্যায়ন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আমারসংবাদ/এআই