Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪,

অবশেষে বাড়ি পেলো জানু আলম

মোঃ মনিরুল ইসলাম, নাচোল (চাঁপাইনবাবগঞ্জ)

মার্চ ২৩, ২০২১, ০৮:৪৫ এএম


অবশেষে বাড়ি পেলো জানু আলম

প্রতিদিন কত পুলিশ কত কাজে বের হয়। আজ থেকে ২ বছর আগে প্রতিদিনের মতই মাদক মামলার আসামি ধরতে বের হয় নাচোল থানার এএসআই মো. ফারুক আহম্মেদ। 

কিন্তু গিয়ে দেখেন একজন আসামি কতটা নির্মমভাবে জীবন যাপন করছে। 

এসব দেখে ছবি তুলে সোস্যাল মিডিয়াতে পোস্ট করেন এএসআই মো. ফারুক আহম্মেদ।

এই পোস্ট নজরে আসে সাপ্তাহিক ভোলাহাট সংবাদের সম্পাদক ও প্রকাশক গোলাম কবির সেখানে গিয়ে সরেজমিন প্রতিবেদন করেন এবং ভোলাহাট সংবাদ সহ বিভিন্ন পত্রিকায় রিপোর্ট হয়। 

নাচোল নিউজের প্রকাশক ও সম্পাদক হাবিবুল্লাহ সিপনও বিভিন্ন পত্রিকাতে নিউজ করলে নজরে আসে প্রশাসনের। 

নাচোল উপজেলার মানবিক ইউএনও সাবিহা সুলতানা তাঁর বিষয়ে সার্বিক খোঁজ খবর নেন এবং তার জন্য সরকারি বাড়ির ব্যবস্থা করেন। 

এরপর জানু আলমের ভাগ্যর পরিবর্তন শুরু হয়। এখন বর্তমানে তিনি সরকারি বাড়িতে বসবাস শুরু করেছেন।।

এ ব্যাপারে এলাকার মানবাধিকার কর্মীরা জানান, এসব কিছু ভালো মানুষের জন্য সমাজ টা আজও টিকে আছে। একজন ইউএনও, পুলিশ অফিসার ও সাংবাদিক সমাজের যে চিত্রে তুলে ধরল তা নজিরবিহীন। একে অপরের পরিপুরক তা আবারও প্রমাণিত হলো। 

এভাবেই সমাজ টাকে এগিয়ে নিতে হবে সকলের সহযোগিতা নিয়ে। এগিয়ে যাক বাংলাদেশ এটাই আমাদের প্রত্যাশা।

আমারসংবাদ/এআই