Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

সংখ্যালঘুদের বাড়িঘরে হামলা-ভাঙচুর: ৩৩ আসামির রিমান্ড মঞ্জুর

সুনামগঞ্জ প্রতিনিধি

মার্চ ২৩, ২০২১, ১০:৩৫ এএম


সংখ্যালঘুদের বাড়িঘরে হামলা-ভাঙচুর: ৩৩ আসামির রিমান্ড মঞ্জুর

সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাও গ্রামে সংখ্যালঘুদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় পৃথক দুইটি মামলায় ইউপি সদস্য ও মামলার প্রধান আসামি শহিদুল ইসলাম স্বাধীন সহ গ্রেপ্তারকৃত ৩৩ আসামি রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। 

মঙ্গলবার (২৩ মার্চ) দুপুরে গ্রেপ্তারকৃত প্রধান আসামি স্বাধীন সহ ৩৩ জনকে জেল হাজত থেকে আদালতে আনা হয়। আসামিদের আদালতে হাজির করে তাদের রিমান্ড আবেদন শুনানি শেষে প্রধান আসামি স্বাধীনকে ৫দিন ও অন্যান্য আসামিদের প্রত্যেককে ২ দিন করে রিমান্ড আবেদন মঞ্জুর করে শ্যামা কান্ত সিনহার আদালত। 

এর আগে শাল্লা থানার এসআই ও মামলার তদন্তকারী কর্মকর্তা আবুল বাশার প্রধান আসামি শহিদুল ইসলাম স্বাধীনকে ১০ দিনের ও অন্যান্য আসামিদের ৫ দিন করে রিমান্ড আবেদন জানিয়েছিলেন শ্যামা কান্ত সিনহার আদালতে। 

আজ আসামিদের রিমান্ড আবেদন শুনানি শেষে প্রধান আসামি স্বাধীনকে ৫দিন ও অন্যান্য আসামিদের ২দিন করে রিমান্ড মঞ্জুর করে আদালত। 

আসামিদের রিমান্ড মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেন সুনামগঞ্জ কোর্ট ইন্সপেক্টর সেলিম নেওয়াজ।

আমারসংবাদ/এআই