Amar Sangbad
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪,

কমলনগরে তিন ইউনিয়নের নির্বাচনী প্রতীক বরাদ্দ

মোঃ ফয়েজ, কমলনগর (লক্ষ্মীপুর)

মার্চ ২৫, ২০২১, ১০:১০ এএম


কমলনগরে তিন ইউনিয়নের নির্বাচনী প্রতীক বরাদ্দ

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের মাঝে নির্বাচনী প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। 

বৃহস্পতিবার (২৫ মার্চ) দুপুরে উপজেলা রিসোর্স সেন্টারে সাংবাদিকদের উপস্তিতিতে নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত রিটানিং কর্মকর্তা প্রতিদ্বন্ধি প্রার্থীদের মাঝে এই প্রতীক বরাদ্দ দেয়। 

উপজেলার ৩টি ইউনিয়নে আওয়ামীলীগ এর মনোনীত প্রার্থী নৌকা প্রতীক নিয়ে ৩ জন, ইসলামী আন্দলন মনোনীত হাত পাখা প্রতীক নিয়ে ৩ জন, জাকের পার্টির গোলাপ ফুল প্রতীক ১ জন,  বিকল্পধারা বাংলাদেশ কুলা প্রতীকে ১জন, ১৫ স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১৫ জন স্বতন্ত্র প্রার্থীর মধ্যে ৩ জন নিয়েছেন আনারস,  ৩ জন ঘোড়া, ৩ জন টেবিল ফ্যান, ২ জন চশমা,২ জন অটোরিকশা, ২ জন মোটরসাইকেল নিয়ে প্রতিদ্বন্ধিতা করছেন। 

এরা হলেন-৫ নং চর ফলকন ইউনিয়নের ইসলামী আন্দোলন মনোনীত হাতপাখা আব্দুর রহিম, জাকের পার্টির মনোনীত প্রার্থী গোলাপ ফুল প্রতীকে জহির উদ্দিন, আওয়ামী লীগ এর মনোনীত প্রার্থী মোশাররফ হোসেন বাঘা নৌকা,স্বতন্ত্র প্রার্থী মোস্তাফিজুর রহমান মোটরসাইকেল, মোঃ মোহসীন আনারস, মিজানুর রহমান টেবিল ফ্যান, সাজ্জাদুর রহমান ঘোড়া, ইব্রাহীম চশমা প্রতীক পেয়েছেন। 

০৭ নং হাজিরহাট ইউনিয়নের আওয়ামী লীগ এর মনোনীত প্রার্থী সাবেক ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন নৌকা, ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী রিয়াজ উদ্দিন হাতপাখা, বিকল্পধারা বাংলাদেশের মনোনীত প্রার্থী সিদ্দিক কুলা, স্বতন্ত্র প্রার্থী হাজ্বী শাহজাহান মটরসাইকেল, আবু বকর সিদ্দিক আনারস, খুরশিদ আলম অটোরিকশা, ইউসুফ টেবিল ফ্যান, আক্তার হোসেন মিলন চশমা, ইসমাইল হোসেন বিপ্লব ঘোড়া স্বতন্ত্র প্রতীক পেয়েছেন। 

০৯ নং তোরাবগঞ্জ ইউনিয়নের আওয়ামীলীগ এর মনোনীত প্রার্থী মির্জা আশ্রাফুল জামাল রাসেল নৌকা, ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী নুরুল ইসলাম হাতপাখা,, স্বতন্ত্র প্রার্থী মৌসুমী আক্তার আখি আনারস, সুলতান আহমদ টিপু অটোরিকশা,  জামাল উদ্দিন টেবিল ফ্যান, ফয়সল আহমদ রতন ঘোড়া প্রতীক পেয়েছেন। 

উপজেলা নির্বাচন কমিশন ও নির্বাচনী রিটার্নিং কর্মকর্তা স্বপন কুমার ভৌমিকের সভাপত্তিতে এসময় উপস্থিত ছিলেন-উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুজ্জামান, কমলনগর থানা ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মোসলেহ উদ্দিন।

আমারসংবাদ/এআই