Amar Sangbad
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪,

আমতলীতে স্বাধীনতা দিবস পালন

আমতলী (বরগুনা) প্রতিনিধি

মার্চ ২৬, ২০২১, ০৯:৪৫ এএম


আমতলীতে স্বাধীনতা দিবস পালন

বরগুনার আমতলী উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হয়েছে। 

শুক্রবার (২৬ই মার্চ) সকালে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের কর্মসূচী শুরু হয়। পরে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ৯ টায় উপজেলা পরিষদ এবং পৌরসভা প্রাঙ্গণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুারালে উপজেলা প্রশাসন, আওয়ামীলীগ, যুবলীগ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে। 

পরে আমতলী সরকারী কলেজ মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ছরোয়ার ফোরকান।

এ কর্মসূচীর মধ্যে ছিল জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যূারালে পুষ্পস্তবক অর্পণ, কুচকাওয়াজ, চিত্রাঙ্গণ ও রচনা প্রতিযোগীতা, দোয়া ও মোনাজাত, প্রীতি ফুটবল ও নারীদের জন্য চেয়ার সিটিং প্রতিযোগীতা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরুস্কার বিতরণ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র মতিয়ার রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) সৈয়দ রবিউল ইসলাম, ওসি মোঃ শাহ আলম হাওলাদার, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান, নারী ভাইস চেয়ারম্যান মোসাঃ তামান্না আফরোজ মনি, উপজেলা আওয়ামীলীগ সভাপতি (ভারপ্রাপ্ত) মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এমএ কাদের মিয়া। বক্তব্য রাখেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার অ্যাডভোকেট একেএম সামসুদ্দিন আহম্মেদ শানু, অবসরপ্রাপ্ত অধ্যাপক মুক্তিযোদ্ধা মোঃ শাহজাহান কবির, উপজেলা যুবলীগ সভাপতি জিএম ওসমানী হাসান প্রমুখ।

আমারসংবাদ/এএসএম