Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪,

সাভারের বিএলআরআইয়ে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া

মোঃ শরিফ শেখ, সাভার

মার্চ ২৭, ২০২১, ০১:৩৫ পিএম


 সাভারের বিএলআরআইয়ে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া

সাভারে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই)তে  মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। 

বিকেলে বিএলআরআইয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় এ আলোচনা সভা ও দোয়া মাহফিল।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-বিএলআরআইয়ের প্রথম পরিচালক ও একুশে পদক বিজয়ী কৃষিবিদ ডা. মির্জা এম. এ. জলিল। 

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-বিএলআরআই এর সাবেক মহাপরিচালক ড. কাজী মো. ইমদাদুল হক, ড. মো. জাহাঙ্গীর আলম খান, ড. খান শহীদুল হক, ড. মো. নজরুল ইসলাম, ড. তালুকদার নূরুন্নাহার ও ড. নাথু রাম সরকার।

বিএলআরআইয়ের বর্তমান মহাপরিচালক ড. মো. আবদুল জলিলের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন-বিএলআরআই এর বিভাগীয় প্রধানগণ ও প্রকল্প পরিচালকগণ।

আলোচনার সভা শেষে অনুষ্ঠিত হয় দোয়া মাহফিলের। মাহফিলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাঁর পরিবারের সদস্যসহ স্বাধীনতা সংগ্রামে প্রাণ হারানো ৩০ লক্ষ শহীদসহ বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার পথে আত্মাহুতিদানকারী সকল বীরেদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।

আমারসংবাদ/এআই