Amar Sangbad
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪,

৭০ ভাগ লোক স্বাধীনতার সঠিক ইতিহাস জানে না: সিলেট বিভাগের কমিশনার মশিউর

ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি

মার্চ ২৭, ২০২১, ০২:০৫ পিএম


৭০ ভাগ লোক স্বাধীনতার সঠিক ইতিহাস জানে না: সিলেট বিভাগের কমিশনার মশিউর

সিলেট বিভাগের কমিশনার মশিউর রহমান এনডিসি বলেছেন, মুক্তিযোদ্ধাদের ঋণ আমরা কোন দিন শোধ করতে পারবো না। তাদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। 

বর্তমান প্রজন্মের ৭০ ভাগ লোক স্বাধীনতার সঠিক ইতিহাস জানে না। তাই মুক্তিযোদ্ধাদের নিয়ে আরও বর্ণাঢ্য ভাবে এসব অনুষ্ঠান করা দরকার। যাতে আমরা এই প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে পারি। 

শনিবার (২৭ মার্চ) বিকেলে উপজেলার গোয়ালাবাজারে বণিক সমিতির উদ্যোগে আয়োজিত বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন তিনি।  

গোয়ালাবাজার বণিক সমিতির সভাপতি আব্দুর রব গেদা মিয়ার সভাপতিত্বে ও আমির খাঁন এবং লিটন দাশের পরিচালনায় এতে প্রধান বক্তা ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শফিকুর রহমান চৌধুরী। 

বিশেষ অতিথি ছিলেন-ওসমানীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়নুল হক চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার, সিলেট জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আখতারুজ্জামান চৌধুরী জগলু, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কবির উদ্দিন আহমদ, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক এফতার হোসেন পিয়ার, সিলেট মহানগর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ভবতোষ রায় বর্মন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দাল মিয়া, হারুন মিয়া, সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু, আওয়ামী লীগ নেতা পীর মজনু মিয়া, বীর মুক্তিযোদ্ধা আব্দুল নূর শিকদার, মহানগর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক এড. গোলাম সারোয়ার চৌধুরী প্রমুখ। 

সভার শুরুতেই শুভেচ্ছা বক্তব্য দেন গোয়ালাবাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক পরিমল দেব।

আমারসংবাদ/এআই