Amar Sangbad
ঢাকা বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪,

ধামরাইয়ে হেফাজতে ইসলামের উদ্যোগে বিক্ষোভ মিছিল

ধামরাই প্রতিনিধি

মার্চ ২৭, ২০২১, ০২:৫০ পিএম


ধামরাইয়ে হেফাজতে ইসলামের উদ্যোগে বিক্ষোভ মিছিল

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে মুসলমানদের উপর পুলিশ ও ছাত্রলীগের যৌথ হামলার শিকার ও নির্বিচারে গুলি করে হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ ধামরাই উপজেলা শাখার নেতাকর্মীরা ।

শনিবার (২৭ মার্চ) বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাই ঢুলিভিটা বাসস্ট্যান্ড এলাকা ওই বিক্ষোভ মিছিলের আয়োজন করেন স্থানীয় হেফাজতে ইসলামের নের্তৃবৃন্দ। হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিলটি ঢুলিভিটা বাসস্ট্যান্ড থেকে শুরু করে পৌর মহল্লার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ধামরাই বাজার হয়ে উপজেলা পরিষদের মেইন গেটে গিয়ে শেষ হয়।

মিছিল পরবর্তীতে বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ও হাটহাজারীর বি-বাড়ীয়াসহ সারাদেশে মোট সাতজন মুসলমান পুলিশ ও ছাত্রলীগের হামলায় শহীদ হয়েছেন। আমরা তাদের রক্তের প্রতিটি ফোটার হিসাব চাই। 

এছাড়াও বক্তারা আরো বলেন, হেফাজতে ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয়ভাবে যে সিদ্ধান্ত নিয়েছে তা আমরা পালনে সচেষ্ট থাকবো। এসময় ধামরাই উপজেলা শাখার প্রায় তিনশতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আমারসংবাদ/এআই