Amar Sangbad
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪,

ঢাকা-চট্টগ্রাম-সিলেট ট্রেন বন্ধ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

মার্চ ২৮, ২০২১, ০৮:০০ এএম


ঢাকা-চট্টগ্রাম-সিলেট ট্রেন বন্ধ

নিরাপত্তাজনিত কারণে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের ট্রেন যোগাযোগ বন্ধ রাখা হয়েছে। কয়েকটি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়েছে।

সারাদেশে হেফাজতে ইসলামের ডাকা হরতালের মধ্যে ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে ইট-পাটকেল নিক্ষেপের পর রোববার (২৮ মার্চ) সকাল সাড়ে ৯টা থেকে ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন চলাচল বন্ধ রয়েছে। 

আখাউড় রেলওয়ে থানা পুলিশের ওসি মাজহারুল করিম গণমাধ্যমকে বলেন, রোববার সকালে ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী আন্তঃনগর সোনারবাংলা এক্সপ্রেস ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া ও আশুগঞ্জের মধ্যবর্তী তালশহর এলাকা অতিক্রম করার সময় হরতাল সমর্থনকারীরা ইট-পাটকেল ছোড়ে। তাই নিরাপত্তাজনিত কারণে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। 

সোনবাংলা ট্রেনটি ভৈরব রেলওয়ে জংশন স্টেশনে নেয়া হচ্ছে। এছাড়া ঢাকাগামী আন্তঃনগর উপকূল এক্সপ্রেস ট্রেনটি আখাউড়া রেলওয়ে স্টেশনে আটকা পড়েছে। 

এদিকে হেফাজতে ইসলামের ডাকা হরতালের কারণে জেলা শহরে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। 

আমারসংবাদ/এআই