Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪,

দুর্গাপুরে জলাতংক প্রতিরোধে কুকুর-বিড়াল’কে টিকা প্রয়োগ বিষয়ক এডভোকেসি

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

মার্চ ২৮, ২০২১, ০৯:৪০ এএম


দুর্গাপুরে জলাতংক প্রতিরোধে কুকুর-বিড়াল’কে টিকা প্রয়োগ বিষয়ক এডভোকেসি

স্বাস্থ্য অধিদপ্তর মহাখালী ঢাকা এর ব্যবস্থাপনা ও অর্থঅয়নে দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে স্থানীয় সরকার ও প্রানি সম্পদ অধিদপ্তর এর সহযোগিতায় জলাতংক রোগ নির্মলের লক্ষে ব্যাপক হারে কুকুর-বিড়াল’কে জলাতংক প্রতিষেদক টিকাদান (এমডিভি) কার্যক্রম বাস্তবায়নের লক্ষে রোববার (২৮ মার্চ) সকাল ১১ ঘটিকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে এডভোকেসী ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়।

এতে সিনিটারী ইন্সপেক্টর মোঃ আলী আকবর এর সঞ্চালনায় এডভোকেসী সভায় সভাপতিত্ব করেন আবাসিক মেডিকেল অফিসার(ভারঃ) ডা. মোঃ তানজিরুল ইসলাম রায়হান। মূল আলোচক ছিলেন-এমডিভি ভলেন্টিয়ার জুবায়ের হোসেন,ঢাকা। 

এসময় বক্তব্য দেন-উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা ডা. এবিএম আব্দুর রউফ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আবু তাহের ভূইঞা, প্রেসক্লাব সভাপতি এস.এম রফিকুল ইসলাম-রফিক, সহকারী প্রকৌশলী দুর্গাপুর পৌরসভা মোঃ নওশাদ আলম, ইউপি চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম রুহু মোঃ শাহিনুর আলম সাজু মোঃ সফিকুল ইসলাম সফিক প্রমুখ। 

আগামী ৩১ মার্চ থেকে ৪ এপ্রিল ২০২১ পর্যন্ত ৫ দিন পৌরসভাসহ উপজেলার সবগুলি ইউনিয়নে কুকুর-বিড়াল’কে জলাতংক প্রতিষেদক টিকাদান (এমডিভি) কার্যক্রম বাস্তবায়ন করা হবে বলে সভায় আলোচনা করা হয়। 

এ বিষয়ে পৌরকতৃপক্ষ ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগন সহযোগিতা করার জন্য বিশেষভাবে আহবান জানানো হয়।   

আমারসংবাদ/এআই