Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪,

ফেনীতে একদিনে সর্বোচ্চ করোনা রোগী শনাক্ত

মুহাম্মদ মিজানুর রহমান, ফেনী

মার্চ ৩০, ২০২১, ০২:৫৫ পিএম


ফেনীতে একদিনে সর্বোচ্চ করোনা রোগী শনাক্ত

ফেনীতে চলতি বছরের মধ্যে একদিনে সর্বোচ্চ সংখ্যক করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে।

মঙ্গলবার (৩০ মার্চ) সরকার ঘোষিত উচ্চমাত্রার ঝুঁকিপূর্ণ জেলা ফেনীতে চলতি বছরে একদিনে সর্বোচ্চ ৫৯ জন করোনা রোগী শনাক্ত হয়। 

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, নোয়াখালীর আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ফেনীর ১৫৫টি নমুনা পরীক্ষা করে উক্ত সংখ্যা শনাক্ত করা হয়।

নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার প্রায় ৩৮ দশমিক ৬ শতাংশ। অর্থাৎ প্রতি ২টি নমুনার মধ্যে একটি পজিটিভ। শনাক্তকৃতদের মধ্যে ফেনী সদরে ১৫ জন, ছাগলনাইয়ায় ১৭ জন, পরশুরামে ১১ জন, দাগনভূঞায় ৬ জন, সোনাগাজীতে ৭ জন ও ফুলগাজীতে একজন ও জেলার বাইরে একজন রোগী রয়েছে। আক্রান্তদের মধ্যে বিদেশগামী যাত্রী রয়েছেন ১২ জন।

২০২০ সালের ১৬ এপ্রিল জেলা ছাগলনাইয়া উপজেলায় প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়।

আমারসংবাদ/কেএস