Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪,

মোহনগঞ্জে ‘গ্রন্থকুঞ্জ’ উদ্বোধন

নেত্রকোনা প্রতিনিধি

মার্চ ৩১, ২০২১, ০১:১০ পিএম


মোহনগঞ্জে ‘গ্রন্থকুঞ্জ’ উদ্বোধন

মোহনগঞ্জে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক প্রয়াত ডা. আখলাকুল হোসাইন আহমেদ মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে স্মৃতি পাঠাগার ‘গ্রন্থকুঞ্জ’ উদ্বোধন করা হয়েছে।

বুধবার (৩১ মার্চ) বিকালে মোহনগঞ্জ পৌরশহরের থানা রোডে ডা. আখলাকুল হোসাইন আহমেদ মেমোরিয়াল ট্রাস্ট ভবন প্রাঙ্গণে এর উদ্বোধন করেন শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. রফিক উল্লাহ খান। 

পরে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ‘বঙ্গন্ধুর চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণ’ বিষয়ক আলোচনা সভার আয়োজন করা হয়। বীর মুক্তিযোদ্ধা মীর্জা আবদুল গণির সভাপতিত্বে ও শাহজাহান আলম বিপ্লবের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ও ডা. আখলাকুল হোসাইন আহমেদ মেমোরিয়াল ট্রাস্টের চেয়ারম্যান ওবায়দুল হাসান।  

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নেত্রকোনা জেলা ও দায়রা জজ শাহজাহান কবির, জেলা প্রশাসক কাজী আব্দুর রহমান, পুলিশ সুপার মো. আকবর আলী মুন্সী, পৌর মেয়র এড. লতিফুর রহমান রতন। এর আগে শুভেচ্ছা বক্তব্য দেন ট্রাস্টের সাধারণ সম্পাদক আকিকুন্নেছা খানম বিউটি, গ্রন্থকুঞ্জের সভাপতি বিমল চন্দ্র পাল প্রমূখ। 

আমারসংবাদ/কেএস