Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪,

করোনা মোকাবেলায় দাগনভূঞা রিপোর্টার্স ইউনিটির গণসচেতনতা ও মাস্ক বিতরণ

জসিম উদ্দিন, দাগনভূঞা 

মার্চ ৩১, ২০২১, ০১:২৫ পিএম


করোনা মোকাবেলায় দাগনভূঞা রিপোর্টার্স ইউনিটির গণসচেতনতা ও মাস্ক বিতরণ

সারাদেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাব বৃদ্ধির পাওয়া ও তা মোকাবিলার জন্য প্রধানমন্ত্রীর নির্দেশ নো মাস্ক নো সার্ভস বাস্তবায়নে জনসচেতনতার পাশাপাশি মাস্ক বিতরণ ও গণসচেতনতা মূলক কার্যক্রম পরিচালনা করেছে দাগনভূঞা রিপোর্টার্স ইউনিটি। 

বুধবার (৩১ মার্চ) সকালে দাগনভূঞা রিপোর্টার্স ইউনিটি'র আয়োজনে দাগনভূঞার পৌরশহর এলাকায় মাস্ক বিহীন পথচারীদের মাঝে এসব মাস্ক বিতরণ করা হয়।

মাস্ক বিতরণ ও গণসচেতনতা মূলক কার্যক্রমে ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও আরটিভি জেলা প্রতিনিধি আজাদ মালদার, দাগনভূঞা পৌরসভার প্যানেল মেয়র নুরুল হুদা সেলিম, ডিসিএ সভাপতি তারেক আজিজ খান, দাগনভূঞা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আবুল কায়েস রিপন, সাধারণ সম্পাদক জসীম উদ্দিন লিটন, কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির সাধারণ সম্পাদক মোঃ নাজিম উদ্দিন, বিটিভির সাবেক জেলা প্রতিনিধি ও দৈনিক ইত্তেফাক প্রতিনিধি ওসমান গণি, থানার এএসআই জহিরুল ইসলাম, দাগনভূঞা রিপোর্টার্স ইউনিটি'র সভাপতি মোয়াজ্জেম মালদার, সহ-সভাপতি মাস্টার মোঃ নাজমুল হক, মোঃ হোসেন, সাধারণ সম্পাদক মোঃ সাইফ উদ্দিন মিঠু, যুগ্ম-সম্পাদক মোঃ আবদুল মুনাফ পিন্টু, কোষাধ্যক্ষ দেওয়ান মোঃ ইকবাল, দপ্তর ও প্রচার সম্পাদক সুমন পাটোয়ারী, তথ্য ও প্রযুক্তি সম্পাদক জুলফিকার আলম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক জসীম উদ্দিন ফরায়েজী, ধর্ম বিষয়ক সম্পাদক সাখাওয়াত হোসেন টিপু, কার্য নির্বাহী সদস্য তাহেরুল ইসলাম, সুজন মাহমুদ, আশফাল আহমেদ রাফি, নুর হোসেন, জিয়াউল হক পিন্টু অংশগ্রহণ করেন।

উক্ত মাস্ক বিতরণ ও গণসচেতনতা মূলক কর্যক্রম থেকে করোনাভাইরাসের দ্বিতীয় দফা আক্রমণ রোধে নিজেকে এবং পরিবারকে সুরক্ষিত রাখতে জনসাধারণকে সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানানো হয়।

এছাড়াও করোনার সংক্রমণ এড়াতে কাজ শেষে সাবান দিয়ে হাতধোয়া, হ্যান্ডশেক-কোলাকুলি বন্ধ রাখা ও সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়ে পরামর্শ দেওয়া হয়।

আমারসংবাদ/কেএস