Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪,

রাঙামাটিতে সকল পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা

মার্চ ৩১, ২০২১, ০৩:১০ পিএম


রাঙামাটিতে সকল পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা

করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় ১৪ দিনের জন্য রাঙামাটি জেলায় সকল পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা, রাত ৮টার পর দোকানপাট বন্ধ, ধর্মীয় অনুষ্ঠান, সামাজিক অনুষ্ঠানে জনসমাগম নিষিদ্ধ করেছে রাঙামাটি জেলা প্রশাসন। 

বুধবার (৩১ মার্চ) বিকেলে রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান রাঙামাটি জেলা কার্যালয়ে করোনা ভাইরাস সংক্রামন প্রতিরোধ কমিটির জরুরি সভায় তিনি এই ঘোষণা দেন। 

এ সময় রাঙামাটি অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মামুন মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল তাপস রঞ্জন ঘোষ, রাঙামাটি জেলা পরিষদ সদস্য বাদল চন্দ্র দে, রাঙামাটি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শহীদুজ্জামান রোমান সহ বিভিন্ন ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ সহ অন্যান্য নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন। 

সভায় জেলা প্রশাসক বলেন, রাঙামাটি জেলায় করোনা সংক্রামন দিন দিন বৃদ্ধি পাচ্ছে। গত তিন দিনে রাঙামাটি জেলায় করোনার আক্রান্তের হার বৃদ্ধি পেয়েছে। তাই আগামীকাল সকাল থেকে রাঙামাটি জেলায় কঠোর অবস্থানে থাকবে রাঙামাটি জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও সহ নিরাপত্তার সাথে জড়িত সকল প্রশাসন করোনা সংক্রামণ রোধে কাজ করবে। 

জেলা প্রশাসক বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী রাত ৮টা থেকে রাঙামাটির সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এছাড়া সবজীর দোকান গুলো খোলা বাজারে বসানোর নির্দেশনা দিয়েছেন রাঙামাটি জেলা প্রশাসক।

আমারসংবাদ/কেএস