Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪,

শেরপুর সীমান্ত থেকে যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি

মার্চ ৩১, ২০২১, ০৩:৫৫ পিএম


শেরপুর সীমান্ত থেকে যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ

শেরপুরের শ্রীবরদীর সীমান্ত এলাকা থেকে মাহবুবুর রহমান বিল্পব (৩৫) নামে এক বাংলাদেশী যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। 

বুধবার (৩১ মার্চ) দুপুরে উপজেলার সীমান্তবর্তী ১নং সিংগাবরুনা ইউনিয়নের হাড়িয়াকোনা সীমান্ত এলাকা থেকে ওই যুবককে ধরে নিয়ে গেছে বলে জানা যায়। সে একই ইউনিয়নের কর্ণঝোড়া গ্রামের হারুন মিয়া’র ছেলে। 

বিল্পবের পিতা হারুন মিয়া জানান, বুধবার সকালে আমার ছেলে কয়েকজন দিন মজুরকে নিয়ে সীমান্তবর্তী কাকরলের সবজি ক্ষেতে কাজ করছিল। এ সময় হঠাৎ বিএসএফ এসে আমার ছেলেকে আটক করে নিয়ে যায়। পরবর্তীতে আমরা বিজিবিকে সংবাদ দিলে তাহারা বিএসএফ এর সাথে কথা বলেছে। কিন্তু এখনো আমার ছেলেকে ফেরত দেয়নি বিএসএফ। 

এ ঘটনার তথ্য জানার জন্য শ্রীবরদী’র কর্ণঝোড়া ক্যাম্পে বিজিবি’র ব্যবহৃত সরকারি মোবাইল নাম্বারে একাধিকবার ফোন দিলেও রিসিভ করেননি। এমনিক ক্ষুদে বার্তা পাঠালেও কোন উত্তর দেয়নি। 

আমারসংবাদ/কেএস