Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪,

বালিয়াকান্দিতে ফেসবুকে উগ্রবাদী কার্যক্রম চালানোয় গ্রেপ্তার ২

বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি

এপ্রিল ১, ২০২১, ০৮:০০ এএম


বালিয়াকান্দিতে ফেসবুকে উগ্রবাদী কার্যক্রম চালানোয় গ্রেপ্তার ২

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে উগ্র জঙ্গীবাদী কার্যক্রম পরিচালনা করার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৩ এর একটি দল। 

এ বিষয়ে বুধবার (১ এপ্রিল) বিকেলে বালিয়াকান্দি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

গ্রেপ্তার দুই তরুণ হলো শাকিল শেখ (১৯) ও আশিক মন্ডল (২৫)। শাকিলের বাড়ি বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের উত্তরপাড়া গ্রামে। তাঁর বাবার আবদুর রহমান। শাকিল বহরপুর ইউপির মধ্যপাড়া গ্রামের আশিক মন্ডলের ছেলে।

বহরপুর থানা সূত্রে জানা যায়, ওই দুই তরুণের সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজস্ব আইডি রয়েছে। তাদের আইডি দিয়ে বিভিন্ন ধরণের উগ্র ও জঙ্গী কার্যক্রম পরিচালনা করে আসছিল। 

র‌্যাব-৩ এর একটি দল অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় একটি ল্যাপটপ ও তিনটি মুঠোফোন জব্দ করা হয়।

বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিকুজ্জামান বলেন, র‌্যাব-৩ এর পুলিশ পরিদর্শক মোকলেছুর রহমান বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছে। 

সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা মামলাটির (ধারা ৮/১৯) তদন্ত করার জন্য বালিয়াকান্দি থানার উপপরিদর্শক (এসআই) ওয়াহিদুজ্জামানকে দায়িত্ব দেয়া হয়েছে।

আমারসংবাদ/এআই