Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪,

পিরোজপুরে করোনা সচেতনতায় পথ-ঘাটে কাজ করছে জেলা পুলিশ

পিরোজপুর প্রতিনিধি

এপ্রিল ২, ২০২১, ১০:২০ এএম


পিরোজপুরে করোনা সচেতনতায় পথ-ঘাটে কাজ করছে জেলা পুলিশ

কোভিড-১৯ মোকাবিলায় দেশব্যাপী পুলিশের কর্মসূচীর অংশ হিসেবে সচেতনতার লক্ষে পিরোজপুরে পথ-ঘাটে কাজ করছে জেলা পুলিশ। 

বৃহষ্পতিবার (১লা এপ্রিল) তারই অংশ হিসেবে বিকালে হুলার বন্দর লঞ্চঘাটে মাস্ক ও লিফলেট বিতরণ করেন জেলা পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান। 

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোল্লা আজাদ হোসেন পিপিএম, সদর থানার অফিসার ইনচার্জ মুহা. নুরুল ইসলাম বাদল, ডিবির অফিসার ইনচার্জ মো: হারুন অর রশিদ, ট্রাফিক ইনচার্জ নাজিমুদ্দিনসহ পুলিশের অন্যান্য সদস্যবৃন্দ। 
এসময় লঞ্চে ও লঞ্চ ঘাটে স্টিকার লাগিয়ে দেয়া হয় এবং যাত্রীদের মাস্ক ব্যাবহার নিশ্চিতে জোড়দার ঘোষনা দেয়া হয়। 

এসময় পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান জানান, দেশব্যাপী পুলিশের কর্মসূচীর অংশ হিসেবে সচেতনতার লক্ষে প্রচারনা, লিফলেট ও মাস্ক বিতরণ, স্টিকার লাগানোর কার্যক্রম পিরোজপুরের বিভিন্ন স্থানে চলছে। প্রত্যেককে মাস্ক ব্যবহার করতে হবে। এই মাস্ক আমাদের জন্য অনেক উপকারী। 

আমারসংবাদ/এএসএম