Amar Sangbad
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪,

ধামইরহাটে কোটি টাকা ব্যয়ে পাকা সড়কের নির্মাণ কাজের উদ্বোধন

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

এপ্রিল ২, ২০২১, ০১:০০ পিএম


ধামইরহাটে কোটি টাকা ব্যয়ে পাকা সড়কের নির্মাণ কাজের উদ্বোধন

নওগাঁর ধামইরহাটে জাহানপুর ইউনিয়নের নানাইচ গ্রামে ১ কোটি ৯৮ লক্ষ টাকা ব্যয়ে পাকা সড়কের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (২ এপ্রিল) সন্ধায় উপজেলার জাহানপুর ইউনিয়নের অন্তর্গত নানাইচ সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে রামরামপুর ২ কিলো ৭শত মিটার পাকা সড়কের নির্মাণ কাজের উদ্বোধন করেন নওগাঁ-২ আসনের সংসদ সদস্য মো. শহীদুজ্জামান সরকার এমপি।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী মন্ডল, উপজেলা নির্বাহী অফিসার গণপতি রায়, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. দেলদার হোসেন, সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মো. আলী হোসেন, ইউপি চেয়ারম্যান মো. ওসমান আলী, ধামইরহাট থানার অফিসার ইনচার্জ আবদুল মমিন, জাহানপুর ইউনিয়ন আ.লীগ সভাপতি মো. লুইছার আলী, সাধারণ সম্পাদক গোলাম কিবরীয়া, ছাত্রলীগ সভাপতি আবু সুফিয়ান হোসাইন প্রমূখ।

রাজশাহী বিভাগীয় উন্নয়ন প্রকল্পের আওতায় ১ কোটি ৯৮ লক্ষ টাকা ব্যয়ে রামরামপুর থেকে নানাইচ সরকারি প্রাথমিক বিদ্যালয় সড়কটি উন্নয়ন কাজ চলছে। দীর্ঘ অপেক্ষার পরে সড়কটি পাকাকরণ হওয়ায় এলাকাবাসীর ভোগান্তী কাটিয়ে উঠবে এমনটা আশা করছেন স্থানীয়রা। সড়কটি নির্মাণ কাজের ঠিকাদারী করছেন এসটি, এন্টারপ্রাইজ রাজশাহী।

আমারসংবাদ/কেএস