Amar Sangbad
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪,

হোটেলে কোয়ারেন্টাইনে থাকা নারীকে উত্ত্যক্ত: গ্রেপ্তার হোটেলকর্মী কারাগারে

সিলেট ব্যুরো

এপ্রিল ২, ২০২১, ০৫:৪৫ পিএম


হোটেলে কোয়ারেন্টাইনে থাকা নারীকে উত্ত্যক্ত: গ্রেপ্তার হোটেলকর্মী কারাগারে

সিলেট নগরীর নুরজাহান গ্র্যান্ড আবাসিক হোটেলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকা যুক্তরাজ্য প্রবাসী এক নারীকে উত্ত্যক্তের অভিযোগে গ্রেপ্তার হোটেলের কর্মচারী শাহিন আহমদকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

শুক্রবার (২ এপ্রিল) বিকেলে শাহিনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে বৃহস্পতিবার রাতের ওই ঘটনায় শাহিন আহমদকে গ্রেপ্তার করেছে পুলিশ। শাহিন হবিগঞ্জের বানিয়াচং উপজেলার অলদারকান্দি গ্রামের আবু তাহিদের ছেলে।

ওই নারী শুক্রবার দুপুরে শাহিনের বিরুদ্ধে মামলা করেছেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আবু ফরহাদ।

মামলায় উল্লেখ করা হয়েছে, হোটেলে ওঠার পর কর্মচারী শাহিন আহমদ বৃহস্পতিবার সন্ধ্যা থেকে ওই নারীকে মোবাইল ফোনে উত্ত্যক্ত শুরু করেন। রাত সাড়ে ১১টার দিকে শাহিন ওই নারীর কক্ষে প্রবেশ করে শ্লীলতাহানির চেষ্টা করেন। পরে ওই নারী তার এক আত্মীয়কে বিষয়টি জানান। ওই আত্মীয় আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে হোটেলের অভ্যর্থনা কক্ষে গিয়ে বিষয়টি অবহিত করেন। হোটেল কর্তৃপক্ষ বিষয়টি পুলিশকে জানায়। পুলিশ গিয়ে হোটেলের কর্মচারী শাহিনকে আটক করে।

প্রবাসী নারীর দায়েরকৃত মামলায় শাহিনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

আমারসংবাদ/এআই