Amar Sangbad
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪,

ভেদরগঞ্জে তরমুজের দাম চড়া

ডামুড্যা প্রতিনিধি (শরীয়তপুর)

এপ্রিল ৩, ২০২১, ১০:৫৫ এএম


 ভেদরগঞ্জে তরমুজের দাম চড়া

গরমের অস্বস্তি থেকে মূহুর্তেই প্রশান্তি দেয় মৌসুমি ফল তরমুজ। গ্রীষ্মের তাপদাহের সময় শরীর সতেজ রাখতে তরমুজের ভূমিকা অপরিসীম। 

আর এই সুযোগ নিচ্ছেন শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার বাজারের তরমুজ ব্যবসায়ীরা।

এসব তরমুজ বরিশালের পটুয়াখালি, কুয়াকাটা, আলীপুর ও গলাচিপা থেকে আনেন ব্যবসায়ীরা।

আতড় মালিক আব্দুল কাদের চোকদার, শাহাদাত হোসেন রাড়ী ও ফজলুল হক দালাল জানান, বর্তমানে তরমুজের দাম একটু বেড়েছে। মোকামে দাম বেশি পড়ে এবং গাড়ি ভাড়াও অনেক বেশি। প্রতি গাড়ি ২০-২৫ হাজার টাকা দিতে হয়। 

আবার শতকরা ৮ শতাংশ তরমুজ নষ্ট হয়ে যায়। তাই ক্রেতাদের কাছে কম দামে বিক্রি করতে পারছে না ব্যবসায়ীরা। ছোট, মাঝারি, বড় (৫০-১৫০-২৪০) দামে বিক্রি করছে পাইকাররা। তবে দাম বেশি হওয়ায় তরমুজের ক্রেতা তুলনামুলক অনেক কম ভেদরগঞ্জে।

ভেদরগঞ্জ বাজারের খুচরা বিক্রেতা, শামসুল হক হাওলাদার ও বিল্লাল মাঝী জানান, ‘আমাদের ৫-২৪ হাজার তরমুজের শ' কিনতে হয়। ভালো তরমুজ ২৮-৩০ হাজার টাকা দিয়ে কিনতে হয়। তরমুজের দাম শুরুতেই বেশি। তাই গ্রাহক খুবই কম। দৈনিক ১০০ তরমুজ বিক্রি করতে কষ্ট হয়।

এদিকে তরমুজ ক্রেতা আরিফ হোসেন ও আবু সায়েম জানান, বাড়ির সদস্যদের জন্য মৌসুমি ফল বেশি দাম হলেও কিনতে হয়। ছোট ছোট ছেলেমেয়েরা আছে ঘরে। তাদের মুখে মৌসুমী ফল তুলো দিতে একটু কষ্ট হচ্ছে বর্তমান পরিস্থিতিতে। 

আমারসংবাদ/এআই