Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪,

৪ এপ্রিল লালমনিরহাট গণহত্যা দিবস

শরিফুল ইসলাম রতন, লালমনিরহাট

এপ্রিল ৪, ২০২১, ১০:৩৫ এএম


৪ এপ্রিল লালমনিরহাট গণহত্যা দিবস

৪ এপ্রিল রোবিবার, লালমনিরহাট গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানী হানাদার বাহিনী, আলবদর, আল-সামস্ ও রাজাকার বাহিনী লালমনিরহাট জেলায় নারকীয় হত্যাকাণ্ড চালিয়ে শত শত মুক্তিযোদ্ধা, সাধারণ মানুষকে বৃষ্টির মতো গুলি চালিয়ে হত্যা করে। ইজ্জত লুন্ঠন করে নেয় অগণিত মা ও বোনের। সেই সব মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষদেরকে কবর দেওয়া হয় গণ কবর। 

সেই গণহত্যা দিবসে রোববার (৪ এপ্রিল) সকাল ৯টায় লালমনিরহাট শহরের ওয়ারলেস কলোনীস্থ রেলওয়ে গণকবরে লালমনিরহাট জেলা প্রশাসনের পক্ষ থেকে গভীর শ্রদ্ধাঞ্জলী জানান জেলা সুযোগ্য জেলা প্রশাসক জনাব মোঃ আবু জাফর ও জেলা পুলিশের পক্ষে শ্রদ্ধাঞ্জলী জানান জেলার সুযোগ্য পুলিশ সুপার আবিদা সুলতানা (বিপিএম,পিপিএম)। 

তার সঙ্গে আরও উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) মোঃ আতিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) মারুফা জামাল, সদর থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ আলম, সদর থানার ওসি (তদন্ত) শহিদুল ইসলাম শহিদ। শ্রদ্ধাঞ্জলীর শেষে সেই বীর শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মুনাজাত করা হয়।

আমারসংবাদ/কেএস