Amar Sangbad
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪,

পীরগঞ্জে মাস্ক ব্যবহার না করায় আবারো ৫ ব্যক্তিকে জরিমানা

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি

এপ্রিল ৪, ২০২১, ০৪:৫০ পিএম


পীরগঞ্জে মাস্ক ব্যবহার না করায় আবারো ৫ ব্যক্তিকে জরিমানা

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় সারাদেশের ন্যায় করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের সার্বিক পরিস্থিতি মোকাবেলায় মাস্ক পরিধান ও সামাজিক দূরত্ব বজায় রাখতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।

রোববার (৪ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার পৌর শহরের পূর্ব চৌরাস্তায়, পশ্চিম চোরাস্তায়, মাস্ক ব্যবহার না করায় সংক্রামক রোগ প্রতিরোধ আইন ১৮৬০ এর ২৬৯ ধারায় ৫ জনকে দুই হাজার অর্থ জরিমানা করা হয়েছে।

এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন-উপজেলা সহকারি কমিশনার ভূমি নির্বাহী ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম ও অফিস সহকারি লিয়াকত।  সহযোগিতা করেন পীরগঞ্জ থানার এএসআই মশিউর, আরিব।

সহকারী ভূমি অফিসার তরিকুল ইসলাম বলেন, সারাবিশ্বে করোনা আবার ভয়াবহ রূপ ধারণ করেছে। এরই প্রেক্ষিতে সকলকে সামাজিক দূরত্ব বজায় রেখে চলাফেরা ও মাস্ক পরিধান করে চলাফেরা পরামর্শ দেন তিনি। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

আমারসংবাদ/এআই