Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪,

জয়পুরহাটে স্বামীর পাশেই ঝুলছিল স্ত্রীর লাশ

জয়পুরহাট প্রতিনিধি

এপ্রিল ৫, ২০২১, ০৮:২০ এএম


জয়পুরহাটে স্বামীর পাশেই ঝুলছিল স্ত্রীর লাশ

জয়পুরহাটের পাঁচবিবিতে বিয়ের প্রায় দুই মাসের ব্যবধানে ফারহানা আক্তার জুলি (১৯) নামে এক গৃহবধূকে লাশ হতে হল নিজ স্বামীর ঘরে। দু'চোখ ভরা স্বপ্ন আর হৃদয় ভরা ভালোবাসা নিয়ে প্রেমের সম্পের্ক গড়ে ওঠে প্রতিবেশী হাফিজুল ইসলামের সঙ্গে। গত ৭ ফেব্রয়ারি উভয় পরিবারের সম্মতিক্রমে বিবাহ হয় তাদের।

সোমবার (৫ এপ্রিল) ভোরে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার গণেশপুর গ্রাম থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করে পুলিশ।

নিহতর স্বামী হাফিজুল ইসলাম জানান, রাতে খাবার খেয়ে দু'জনে বিছানায় শুয়ে পড়ি। এরপর গভীর রাতে আমার স্ত্রী ঘুম থেকে উঠে বাহিরে যায় এবং কিছুক্ষণ পরে ঘরে ফিরে আসে। কোন কথা না বলে দু'জনে ঘুমাই। ভোরে ঘুম থেকে উঠে দেখতে পায় সে ঘরে তলার বাঁশের সঙ্গে গলায় উড়না পেচিয়ে ঝুলছিল। এ সময় আমি চিৎকার করলে পরিবারের লোকেরা ছুঁটে এসে তার গলার ওড়না খুলে মাটিতে নামায়। এর কিছুক্ষণ পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত গৃহবধূর বাবার নাম মো. ফারুক হোসেন। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।

উপজেলা স্বাস্থ্য কম্পেলেক্সের সহকারী সার্জন ডাঃ নাদিয়া নাহার বলেন, হাসপাতালে পৌঁছানোর আগেই রোগী মারা যায়।

এদিকে খবর পেয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল পাঁচবিবি) মো. ইসতিয়াক আলম ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব ঘটনাস্থল পরিদর্শন করেন।

আমারসংবাদ/কেএস