Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪,

শরীয়তপুরেও বাড়ছে করোনা রোগী

রুপক চক্রবর্তী, শরীয়তপুর সদর

এপ্রিল ৫, ২০২১, ০৮:৩০ এএম


শরীয়তপুরেও বাড়ছে করোনা রোগী

সমগ্র বাংলাদেশে গত কিছুদিন যাবৎ করোনার দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে। সারাদেশে ক্রমশ বেড়েই চলেছে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। এরই ধারাবাহিকতায় শরীয়তপুরেও করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দিনদিন বৃদ্ধি পাচ্ছে।  

স্বাস্থ্য প্রশাসন কর্তৃক প্রাপ্ত তথ্য অনুযায়ী, রোববার (৪ এপ্রিল) পর্যন্ত শরীয়তপুর জেলায় নভেল করোনা ভাইরাস অর্থাৎ কোভিট-১৯ এ আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৯৯৩ জন। 

এ পর্যন্ত নমুনা সংগ্রহ করে পরীক্ষার হয়ে ঢাকাতে প্রেরণ করা হয়েছে ১০ হাজার ১২১ জনের, এরমধ্যে ১০০০৭ জনের পরীক্ষার ফলাফল জেলা স্বাস্থ্য বিভাগের নিকট এসে পৌঁছেছে। 

সমগ্র জেলায় মোট আক্রান্ত রোগীর মধ্যে এ পর্যন্ত ১৮৯১ জন রোগী সুস্থ হয়েছেন। আক্রান্ত রোগীর মধ্যে এ পর্যন্ত ২৬ জন মারা গিয়েছে। বর্তমানে শরীয়তপুর জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ৭৬ জন। 

জেলা করোনা কন্ট্রোল রুমের ফোকাল পার্সন জানান, শরীয়তপুর জেলায় ২০২০ সালের ১৩ মার্চ প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছিলো। এরপর টানা বহুদিন ক্রমাগত ভাবে আক্রান্ত রোগীর সংখ্যা দিনদিন বৃদ্ধি পেয়েছে। 

ইতিপূর্বে কয়েকমাস জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা কিছুটা শিথিল ছিলো কিন্তু বর্তমানে আবার আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। শরীয়তপুর জেলার এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ১৯৯৩ জন।

এরমধ্যে শরীয়তপুর সদরে ৮৮৫ জন, জাজিরা উপজেলার ২২২ জন, নড়িয়া উপজেলায় ২৪৪ জন, ভেদরগঞ্জ উপজেলার ২৬৫ জন, ডামুড্যা উপজেলায় ১৯৬জন এবং গোসাইরহাট উপজেলায় ২৪১জন। ইতিমধ্যে শরীয়তপুরে ২৬ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী মৃত্যুবরণ করেছেন। 

এরমধ্যে সদর উপজেলায় ৪ জন, জাজিরা উপজেলার ৩ জন, নড়িয়া উপজেলার ১৩ জন, ডামুড্যা উপজেলার ০১ জন এবং ভেদেরগঞ্জ উপজেলার ৫ জন। জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর মধ্যে সুস্থ হয়েছেন মোট ১৮৯১জন। বর্তমানে শরীয়তপুর জেলায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ৭৬জন। 

আমারসংবাদ/এআই