Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪,

বালিয়াকান্দিতে লকডাউন কার্যকরে কঠোর প্রশাসন

বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি

এপ্রিল ৫, ২০২১, ১১:২০ এএম


বালিয়াকান্দিতে লকডাউন কার্যকরে কঠোর প্রশাসন

করোনার বিস্তার রোধে সারাদেশে লকডাউন ঘোষণা করা হয়েছে। 

বালিয়াকান্দিতেও লকডাউন কার্যকরে কঠোর হয়েছে প্রশাসন। সরকারি নির্দেশনা অমান্য করায় ১০ জন ব্যবসায়ীকে করা হয়েছে জরিমানা।

সোমবার (৫ এপ্রিল) দুপুরে বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আম্বিয়া সুলতানা’র নেতৃত্বে বালিয়াকান্দি সদরসহ কয়েকটি বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

অভিযানে বালিয়াকান্দি অফিসার ইনচার্জ (ওসি) তারিকুজ্জামান উপস্থিত ছিলেন। 

এসময় সচেতনতামূলক প্রচারণা, দোকান-পাট বন্ধ রাখা, বিনা কারণে বাইরে চলাচল না করা, স্বাস্থ্যবিধি মেনে চলা, বাধ্যতামূলকভাবে মাস্ক পরিধানের বিষয়ে জনসাধারণকে সর্তক করা হয়। 

ইউএনও আম্বিয়া সুলতানা বলেন, দ্বিতীয় ধাপে করোনার সংক্রমন রোধে সরকার এক সপ্তাহের জন্য সারা দেশে লকনডাউন ঘোষণা করেছেন। 

এ অবস্থায় সরকারি আদেশ অমান্য করায় ১০ ব্যবসায়ীকে ১৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

লকডাউন কার্যকরে সরকারি নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হবে বলেও তিনি জানান। 

অভিযানে বালিয়াকান্দি থানা পুলিশ ও আনসার সদস্যরা সহযোগিতা করেন।

আমারসংবাদ/এআই