Amar Sangbad
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪,

এক ব্যবসায়ীর লাথিতে আরেক ব্যবসায়ীর মৃত্যু

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

এপ্রিল ৫, ২০২১, ১১:৩৫ এএম


এক ব্যবসায়ীর লাথিতে আরেক ব্যবসায়ীর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার জিনদপুর ইউনিয়নের বাঙ্গরা বাজারে এক ব্যবসায়ীর পায়ের লাথির আঘাতে আরেক ব্যবসায়ীর মৃত্যু ঘটে। 

সোমবার (৫ এপ্রিল) সকালে বাঙ্গরা বাজারে ঘটনাটি ঘটেছে। এই ঘটনায় পুলিশ তাৎক্ষণিক অভিযুক্ত সোহেল মিয়া (৩৫) কে গ্রেপ্তার করে। সে কুমিল্লা জেলার কতোয়ালী থানার আশরাফপুর গ্রামের দুলাল মিয়ার ছেলে। বাঙ্গরা বাজারে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

জানা যায়, উপজেলার বাঙ্গরা বাজারে সোমবার সকালে ফরহাদ মিয়ার সাথে তরমুজের ব্যবসা নিয়ে সোহেল মিয়ার কথা কাটি হয়। 

এক পর্যায়ে ব্যবসায়ী ফরহাদ মিয়া (২৫) কে পার্টনার সোহেল মিয়ার তলপেটের নিচে লাথি মারলে পরক্ষণই সে মাটিতে লুটিয়ে পরে। ওই অবস্থায় তাকে নবীনগর স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সে বাঙ্গরার মধু মিয়ার ছেলে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে প্রেরণ করেন।

ওসি আমিনুর রশিদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অভিযুক্ত সোহেলকে গ্রেপ্তার করা হয়েছে। পরিস্থিতি শান্ত রয়েছে।

আমারসংবাদ/কেএস