Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪,

কলারোয়ায় বিভিন্ন প্রজাতির টিয়া পাখি উদ্ধার

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি

এপ্রিল ৫, ২০২১, ০২:০৫ পিএম


কলারোয়ায় বিভিন্ন প্রজাতির টিয়া পাখি উদ্ধার

সাতক্ষীরার কলারোয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে বিভিন্ন প্রজাতির টিয়া পাখি উদ্ধার করা হয়েছে। 

সোমবার (৫ এপ্রিল) বিকালে উপজেলার বেলতলার নামক স্থান থেকে গাড়ীতে অবৈধভাবে পরিবহনের সময় ভ্রাম্যমান আদালত এ পাখিগুলি উদ্ধার ও জব্দ করেন।

জানা গেছে, করোনা ভাইরাস এর কারণে সরকার আরোপিত লকডাউন কার্যকর করার লক্ষ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা জোবায়ের হোসেন চৌধুরী'র নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালত বিভিন্ন গণ পরিবহন তল্লাশী করার সময় ঢাকা মেট্রো ব ১৫-১১৭৭ নম্বর গাড়ী থেকে বিদেশি প্রজাতির নানা রঙের প্রায় ৩৫-৪০ টি টিয়া পাখি উদ্ধার করেন। এ সময় উদ্ধারকৃত পাখি গুলির কোন দাবিদার বা মালিক পাওয়া যায়নি। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা জোবায়ের হোসেন চৌধুরী জানান, উদ্ধারকৃত পাখি গুলি রক্ষণাবেক্ষণের জন্য উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তার তত্ত্বাবধানে দেওয়া হয়েছে। পরে এ গুলোকে চিড়িয়াখানায় পাঠানোর ব্যবস্থা করা হবে।

অভিযান পরিচালনাকালে উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, সহকারি কমিশনার (ভূমি) আকতার হোসেন, কলারোয়া থানার এএসআই কামাল হোসেন, এএসআই জসিম সহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।

আমারসংবাদ/কেএস