Amar Sangbad
ঢাকা বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪,

লকডাউন: অ্যাকশনে ফেঞ্চুগঞ্জ উপজেলা প্রশাসন

ফেঞ্চুগঞ্জ (সিলেট) প্রতিনিধি

এপ্রিল ৫, ২০২১, ০২:৪০ পিএম


লকডাউন: অ্যাকশনে ফেঞ্চুগঞ্জ উপজেলা প্রশাসন

করোনা সংক্রমণ বাড়ায় সোমবার (৫ এপ্রিল) থেকে দেশে শুরু হয়েছে দ্বিতীয় লকডাউন। এমন অবস্থায় করোনা সংক্রমণ ঠেকাতে স্বাস্থ্যবিধি নিশ্চিতে কঠোর অবস্থান নিয়েছে সরকার। কিন্তু মানুষের মাঝে নেই সচেতনতা। এমনকি মাস্ক পরায় অনীহা সিলেটের ফেঞ্চুগঞ্জে।  

করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে সারা দেশে লকডাউন শুরু হলেও ফেঞ্চুগঞ্জে এর ছিটেফোঁটারও দেখা মেলেনি। সপ্তাহব্যাপী লকডাউনের প্রথম দিনে সোমবার সকালে অন্যান্য স্বাভাবিক দিনের মতোই মানুষের ভিড় দেখা গেছে ফেঞ্চুগঞ্জের বাজার রাস্তাঘাটে।

সকাল থেকে বিধিনিষেধ উপেক্ষা করে উপজেলাব্যাপী গণপরিবহন চলছে, একাধিক দোকানপাটও রয়েছে খোলা। ঠিকমতো স্বাস্থবিধিও মানা হচ্ছে না। উপজেলার থানারোড এলাকা সহ বিভিন্ন হাটবাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। 

এদিকে সরকারের দেয়া নির্দেশনা বাস্তবায়নে কঠোর হচ্ছে ফেঞ্চুগঞ্জ উপজেলা প্রশাসন।  

সোমবার দুপুরে লকডাউন নিশ্চিত করতে মাঠে নামেন ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রাখি আহমেদ। 

প্রথম দিনেই উপজেলা সদরের হাসপাতাল রোডে স্বাস্থ্যবিধি না মানায় ও সরকারি বিধি নিষেধ অমান্য করায় ১২ জনকে ৩১০০ টাকা জরিমানা করেন। পরে তিনি ফেঞ্চুগঞ্জ বাজার ঘুরে দেখেন।

এর আগে সকালে সহকারী কমিশনার (ভূমি) মৌসুমি মান্নান উপজেলার বিভিন্ন হাটবাজারে লকডাউন নিশ্চিতে অভিযান চালান। 

এ সময় মাস্ক পরিধান না করায় ও নিত্য প্রয়োজনীয় দোকানে সরকারের দেওয়া নির্দেশনা না মানায় ৭ ব্যবসায়িক প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

আমারসংবাদ/কেএস