Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪,

গাইবান্ধায় বৃষ্টি বিহীন ঝড়ের তান্ডবে মৃত্যুর সংখ্যা বেড়ে ১২

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি 

এপ্রিল ৫, ২০২১, ০৩:৪০ পিএম


গাইবান্ধায় বৃষ্টি বিহীন ঝড়ের তান্ডবে মৃত্যুর সংখ্যা বেড়ে ১২

গাইবান্ধায় গত রোববার (৪ এপ্রিল) বৃষ্টি বিহীন ঝড়ের তান্ডবে গাছে ও গাছের ডালের চাপা পড়ে মৃত্যুর সংখ্যা বেড়ে ১২ জনে দাঁড়িয়েছে। আহত অর্ধ শতাধিক ব্যক্তির মধ্যে সোমবারে (৫ এপ্রিল) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে দুই নারী। 

জেলার সদর উপজেলায় ৫ জন, পলাশবাড়ীতে ৩ জন, ফুলছড়িতে ২ জন সুন্দরগঞ্জে ১ জন ও গোবিন্দগঞ্জে ১ জন নিহত হয়েছে।

বৃষ্টি বিহীন গরম বাতাসে পুড়ে গেছে ক্ষেতের ফসল, ঝড়ে তছনছ হয়েছে মাচা জাতীয় ফসলী জমির ফসল উপড়ে গেছে বিদ্যুৎ লাইনের খুটি। 
 
এদিকে ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে জেলার সাত উপজেলার ৪ হাজার ৩ শত ২৬ টি পরিবারের ঘরবাড়ি ও নষ্ট হয়েছে ৮ শত ৬৯ হেক্টর জমির ফসল। 

মৃত্যু পরিবার গুলোর হাতে জেলা প্রশাসনের পক্ষ থেকে দেয়া হয়েছে অনুদানের অর্থ। জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার নিজ নিজ উপজেলার অধিক ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়ে সমবেদনা জ্ঞাপন করেছেন। 

রিপোর্ট লেখা পর্যন্ত বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে অনেক এলাকায়।

ক্ষতিগ্রস্ত পরিবার গুলো সামর্থ্য অনুযায়ী ঘরবাড়ি মেরামতের চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে সংকটে পড়েছে দরিদ্র পরিবারগুলো।
 
সরকারি অনুদানের পাশাপাশি বিভিন্ন ব্যক্তি এই বিপদে এগিয়ে এসে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে।

আমারসংবাদ/কেএস