Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪,

কবিরহাটে করোনায় ১ জনের মৃত্যু!

জহিরুল হক জহির, নোয়াখালী (কবিরহাট)

এপ্রিল ৬, ২০২১, ০৩:২৫ এএম


কবিরহাটে করোনায় ১ জনের মৃত্যু!

নোয়াখালীর কবিরহাট উপজেলার ঘোষবাগ ইউনিয়নের ঘোসবাগ গ্ৰামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সাইফুল ইসলাম সাইফুল (৫৯) নামে একজনের মৃত্যু হয়েছে।

উনার স্ত্রীর শরীরেও করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৯৩ জন মারা গেছেন ।

গুরুতর অসুস্থ অবস্থায় সোমবার (৫ এপ্রিল) কবিরহাট উপজেলা ৫০শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

তিনি কবিরহাট নবারুণ ও নবদ্বয় সমিতির পরিচালক ছিলেন।

কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, উনার শরীরে জ্বর, কাশি থাকায় গত পহেলা এপ্রিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে নমুনা দিয়ে যান তিনি। গত ৩ এপ্রিল তার শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। 

এরপর থেকে তিনি নিজ বাড়িতে হোম আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছিলেন। সোমবার দুপুরে তার শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের লোকজন স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান।

উনার মৃত্যুর কারণ সম্পর্কে কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. ফজলুল হক বাকের বলেন, সাইফুল ইসলাম করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।

আমারসংবাদ/এআই