Amar Sangbad
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪,

টুঙ্গিপাড়ায় ঝড়ে ধান ক্ষেতের ফসল নষ্ট

বাইজীদ হোসেন, টুঙ্গিপাড়া

এপ্রিল ৬, ২০২১, ১০:৩০ এএম


টুঙ্গিপাড়ায় ঝড়ে ধান ক্ষেতের ফসল নষ্ট

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এক রাতের মধ্যে শত শত হেক্টর জমির ধান সবুজ থেকে সাদা হয়ে গেছে। নষ্ট হয়ে গেছে ধানের শীষ। কৃষি সংশ্লিষ্টরা বলছেন লু হাওয়ার কারণে এ ধরনের ঘটনা ঘটেছে। পৌরসভা সহ উপজেলার ৫টি ইউনিয়নেই এ ধরনের ঘটনা ঘটেছে। 
 
গত রোববার রাত সাড়ে ১১টার দিকে ৩০ মিনিটের মতো এসব এলাকায় গরম বাতাস বয়ে যায়। আর এতে ক্ষেতে উঠতি বোরো ধান যে গুলেতে কেবল মাত্র ধানের শীষে ‘দুধ’ এসেছে সেই ধান সব চিটায় পরিনত হয়ে সাদা বর্ণ ধারণ করেছে। আর এতে উপজেলার শত শত কৃষকেরা কোটি কোটি টাকার ক্ষতির সম্মূখীন হয়েছেন। 

আধা ঘন্টা ধরে চলা এ গরম হাওয়ায় টুঙ্গিপাড়া পৌরসভা সহ উপজেলার গোপালপুর, ডুমুরিয়া, পাটগাতী, কুশলী ও বর্নি ইউনিয়নে প্রায় ৩ হাজার হেক্টর জমির বোরো ধান নষ্ট হয়ে গেছে বলে কৃষি অফিস সূত্রে জানা গেছে। কৃষকেরা আগামী বছর কি খেয়ে বাচঁবে তা নিয়ে তাদের মধ্যে হতাশা বিরাজ করছে। 
 
রোববার বিকেলেও কৃষকেরা তাদের ধান ক্ষেতে সবুজ দেখে আসলেও সকালে জমির আলে গিয়ে দেখেন সব ধান সাদা হয়ে গেছে। কিছুই বুঝে উঠতে পারেননি। কিভাবে কি হলো। ক্ষতির পরিমান নিরুপনে কৃষি বিভাগের কর্মকর্তারা ইতোমধ্যে মাঠে নেমেছে বলে জানিয়েছে উপজেলা কৃষি অফিস।

এদিকে ভুক্তভোগী কৃষকেরা আজ নষ্ট হয়ে যাওয়া ধান নিয়ে টুঙ্গিপাড়া উপজেলা পরিষদে একে একে জড়ো হতে থাকে। এ সময় উপজেলা চেয়ারম্যান তাদের সান্ত্বনা দিয়ে তাদেরকে সঙ্গে নিয়ে ক্ষেত পরিদর্শনে যান।

ক্ষতিগ্রস্থ কৃষক উৎপল বসু বলেন, আমাদের ধান সব শেষ, এখন আমরা সারা বছর খাবো কি। আত্মহত্যা করা ছাড়া আর উপায় নেই।

কৃষক মৃন্ময় হালদার বলেন, সেদিন রাতে হঠাৎ বাতাস হলো আধা ঘন্টায় সব শেষ, সরকার একটু সাহায্য না করলে পথে নামতে হবে।

টু্ঙ্গিপাড়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ জামাল উদ্দিন বলেন, উপজেলার মোট ৩ হাজার হেক্টর জমির ধান নষ্ট হয়েছে। আমরা কতৃপক্ষের সাথে কথা বলেছি তারা এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করবেন।

উপজেলা চেয়ারম্যান মোঃ সোলায়মান বিশ্বাস বলেন, কৃষকের এতো বড় ক্ষতি হলো তাদের পথে নামতে হবে। আমি তাদের সাহায্যের জন্য সরকারের সাহায্যের আবেদন করছি।

আমারসংবাদ/কেএস