Amar Sangbad
ঢাকা বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪,

রাঙামাটিতে দ্রব্যমূল্য বৃদ্ধিরোধে ব্যবসায়ীদের সাথে জেলা প্রশাসনের মতবিনিময় সভা

এপ্রিল ৬, ২০২১, ০১:৩৫ পিএম


রাঙামাটিতে দ্রব্যমূল্য বৃদ্ধিরোধে ব্যবসায়ীদের সাথে জেলা প্রশাসনের মতবিনিময় সভা

আসন্ন রমজানকে সামনে রেখে কোন অসাধু ব্যবসায়ী যাতে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি ও পণ্যের উপর নিয়ন্ত্রণ রাখতে না পারে সে দিকে লক্ষ্য রাখার আহবান জানিয়েছেন রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান। 

তিনি বলেন, রাঙামাটির একটি সুনাম রয়েছে তা আমাদের সকলকে ধরে রাখতে হবে। রাঙামাটি জেলা প্রশাসনের মোবাইল টিম গুলো সক্রিয় থাকবে বলে সভায় অবহিত করা হয়। 

মঙ্গলবার (৬ এপ্রিল) রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ে আসন্ন পবিত্র রমযান মাসে জেলার বাজার সমুহ গুলোর দ্রব্যমুল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভায় তিনি এ আহবান জানান।

সভায় জেলা প্রশাসক মিজানুর  রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত  পুলিশ  সুপার (ডিএসবি) মো মারুফ হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো মামুন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাঙামাটি উপ পরিচালক কৃষ্ণ প্রসাদ মল্লিক, জেলা বাজার কর্মকর্তা মো. এমদাদুল হক সহ জেলা শহরের বিভিন্ন বাজারের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

সভায় জেলার সকল বাজার গুলোতে সকল দোকান গুলোয় মূল্য তালিকা এবং বাজার মূল্য স্থিতিশীল রাখার বিষয়ে বেশ কিছু সিন্ধান্ত গ্রহণ করা হয়।

আমারসংবাদ/কেএস