Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

করোনা সচেতনতায় এএসপির ব্যতিক্রম উদ্যোগ

লোকমান আনছারী, রাউজান

এপ্রিল ৬, ২০২১, ০৪:২৫ পিএম


করোনা সচেতনতায় এএসপির ব্যতিক্রম উদ্যোগ

চট্টগ্রামের রাউজান উপজেলায় মঙ্গলবার (৬ এপ্রিল) করোনা সংক্রমণ প্রতিরোধে ব্যতিক্রমী প্রচারণা চালানো হয়েছে।

সামজিক দূরত্ব মানো, মুখে মাস্ক পড় চট্টগ্রাম-কাপ্তাই সড়কের পাহাড়তলী চৌমুহনীতে করোনাভাইরাসের এমন ডাবিং স্বরে করোনারভাইরাসের প্রতিকৃতি নিয়ে ব্যতিক্রমধর্মী সচেতনামূলক প্রচারণা করা হয়।

করোনা ভাইরাসের নানান আকারের প্রতিকৃতি নিয়ে এই ধর্মী শোভাযাত্রার নেতৃত্ব দেন রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার আনোয়ার হোসেন শামীম।

প্রচারণা প্রাক্ষালে নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে চলাচল করা লোকজন ও অটোরিকশার চালক ও যাত্রীদের সচেতনমূলক পরামর্শ দেন।

এই প্রচারণা সম্পর্কে সহকারী পুলিশ সুপার আনোয়ার হোসেন শামীম বলেন, মানুষকে লকডাউন মানতে বলা কিংবা তাদেরকে স্বাস্থ্যবিধি মেনে চলতে বলার চেয়ে তাদেরকে করোনা ভাইরাসের আকৃতি দেখিয়ে করোনার বিপদ সম্পর্কে মানুষকে জানাই তা তাদের মনে গেঁথে যাবে।

তারা আরো বেশী সচেতন হবে। এই ভাবনা থেকে এই ব্যতিক্রমধর্মী শোভাযাত্রার আয়োজন।

তিনি আরো বলেন, আমরা জনি লকডাউনে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলোর আয়-রোজগারে কষ্ট হচ্ছে।  তবুও আমরা কিছুদিন কষ্ট সহ্য করে সরকার ঘোষিত নির্দেশনা মেনে চলি, তাহলে করোনা ভাইরাসের অভিশাপ হতে সমাজ, দেশ রক্ষা পাবে।

আমারসংবাদ/এআই