Amar Sangbad
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪,

বোয়ালখালীতে অধিকাংশ মানুষ লকডাউনের নিষেধাজ্ঞা মানছেন না

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

এপ্রিল ৭, ২০২১, ১০:৪৫ এএম


বোয়ালখালীতে অধিকাংশ মানুষ লকডাউনের নিষেধাজ্ঞা মানছেন না

বোয়ালখালীতে তৃতীয় দিনেও চলছে ঢিলেঢালা ভাবে লকডাউন। অধিকাংশ মানুষ লকডাউনের নিষেধাজ্ঞা মানছেন না। স্বাস্থ্যবিধি না মেনে মানুষের অবাধ চলাচল। লকডাউন মানাতে উপজেলা প্রশাসন রয়েছে মাঠে। 

বুধবার (৭ এপ্রিল) সকাল থেকেই উপজেলার রাস্তাঘাটে অনেক যানবাহন চলতে দেখা যায়। সেই সাথে ছিল অনেক মানুষের আনাগোনা। প্রয়োজনীয় কাজে বের হওয়া মানুষের সমাগম ছিল অন্যদিনের তুলনায় অনেক বেশি। 

যানবাহন চালকরা যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছে বলে অভিযোগ রয়েছে। প্রায় প্রত্যেক স্থানের ভাড়া হয়েছে দ্বিগুণ। 

এই নিয়ে যাত্রীদের পক্ষ থেকে ক্ষোভ প্রকাশ করা হচ্ছে। এসব রিকশা অটোরিকশাসহ সিএনজিতে স্বাস্থ্যবিধি মানার কোন তোয়াক্কা নাই। গাদাগাদি করে তোলা হচ্ছে যাত্রী।

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা আকতার বলেন, লকডাউনে সরকারের সকল নির্দেশনা বাস্তবায়নে উপজেলা প্রশাসন কাজ করছে। আমরা মোবাইল কোর্ট পরিচালনা করছি। বাইরে বের হলে মাস্ক পরতে বাধ্য করছি, না পরলে অর্থদন্ড দেয়া হচ্ছে।

আমারসংবাদ/এআই