Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪,

নলছিটিতে তরমুজের বাম্পার ফলন

আরিফুর রহমান, নলছিটি (ঝালকাঠি)

এপ্রিল ৮, ২০২১, ০৬:২০ এএম


 নলছিটিতে তরমুজের বাম্পার ফলন

ঝালকাঠির নলছিটিতে তরমুজ চাষে বাম্পার ফলন হয়েছে। চড়া দামে বিক্রি করে কৃষকের মুখে এখন স্বস্তির হাসি ফুটেছে। তারা ইতোমধ্যে ক্ষেতের তরমুজ পাইকারি ও খুচরা বিক্রি করেছেন। 

সরেজমিনে গিয়ে জানা যায়, উপজেলার দপদপিয়া ইউনিয়নের চরকয়া গ্রামে অনাবাদী জমিতে স্থানীয় পাঁচজন কৃষক তরমুজ চাষ করেছেন।  

কৃষক মো. আব্দুস সালাম মল্লিক (৫২) বলেন, আমরা পাঁচজন মিলে প্রায় ৪ মাস পূর্বে ৪ কানি জমিতে তরমুজ চাষ করেছি। কঠোর পরিশ্রম করার পর ক্ষেতে বাম্পার ফলন হয়েছে। নিয়মিত সার-কীটনাশক প্রয়োগ, নিড়ানি দিয়ে আগাছা পরিষ্কার করার পাশাপাশি কৃষি কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রেখেছি। 

আরেক চাষি মো. সোহাগ খলিফা (২৫) বলেন, এবার আবহাওয়া অনুকূলে থাকায় এলাকায় তরমুজের ফলন ভালো হয়েছে। আমরা মোটামুটি ভালো দাম পাচ্ছি, আমাদের ব্যবসা হচ্ছে। 

তরমুজ ক্রেতা হাবিবা বেগম বলেন, আমি আমার এলাকার ক্ষেত থেকে তরমুজ ক্রয় করতে পারছি এটা আমাদের সৌভাগ্য। আমরা এখন তাজা ও ফরমালিন মুক্ত তরমুজ ক্রয় করতে পারছি। এছাড়া দামও কমিয়ে রাখছেন।            

নলছিটি  উপজেলা কৃষি কর্মকর্তা ইসরাত জাহান মিলি বলেন, উপজেলায় ৯ হেক্টর জমিতে তরমুজ চাষ হয়েছে। আমরা সার্বক্ষণিক কৃষকদের পরামর্শ দিয়ে আসছি। এবার এ উপজেলায় মোটামুটি  ফলন হয়েছে। যদি একটু বৃষ্টি হতো তাহলে আরও ভালো ফলন হতো।