Amar Sangbad
ঢাকা বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪,

কটিয়াদীতে ক্ষতিগ্রস্থ এলাকা কৃষি সচিবের পরিদর্শন

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি

এপ্রিল ৮, ২০২১, ০৮:০৫ এএম


কটিয়াদীতে ক্ষতিগ্রস্থ এলাকা কৃষি সচিবের পরিদর্শন

কিশোরগঞ্জের  কটিয়াদী  উপজেলায় কালবৈশাখী আচমকা গরম বাতাসে বোরো ধানের ব্যাপক ক্ষতিগ্রস্থ হাওর অঞ্চলসহ বিভিন্ন এলাকা কৃষি মন্ত্রণালয়ের চার সদস্যের একটি প্রতিনিধি দল পরিদর্শন করেন।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) সকালে উপজেলার পৌরসভা ও ইউনিয়নের বোরো ধানের মাঠ পরিদর্শনের সময় ক্ষতিগ্রস্থ কৃষকদেরকে বিভিন্ন ধরনের সহায়তা দেওয়ার আশ্বাস ব্যক্ত করেন। 

প্রতিনিধি দলের সদস্যরা হলেন- কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মেসবাহুল ইসলাম, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মোঃ শাহজাহান কবীর, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ মোঃ আসাদুল্লাহ, ঢাকা অঞ্চলের অতিরিক্ত পরিচালক (ধান) মোঃ বশির আহমেদ সরকার।

এ সময় উপস্থিত ছিলেন- কিশোরগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ সাইফুল ইসলাম, কটিয়াদী উপজেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মোহাম্মদ মুশতাকুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার জ্যোতিশ্বর পাল, উপজেলা কৃষি অফিসার মোঃ মুকশেদুল হকসহ আরো অনেকে।

আমারসংবাদ/কেএস