Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪,

ডিমলায় দ্বিতীয় ডোজ করোনা টিকাদানের উদ্বোধন

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি

এপ্রিল ৮, ২০২১, ০৯:৪০ এএম


ডিমলায় দ্বিতীয় ডোজ করোনা টিকাদানের উদ্বোধন

নীলফামারীর ডিমলায় সারাদেশের ন্যায় দ্বিতীয় ডোজ করোনা ভ্যাকসিন (টিকাদান) কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রে দ্বিতীয় ডোজ করোনা ভ্যাকসিন (টিকাদান) কর্মসূচিতে ডিমলা উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম দ্বিতীয় ডোজ করোনা ভ্যাকসিন টিকা গ্রহণের মধ্যদিয়ে উক্ত কর্মসূচির উদ্বোধন করেন। 

এ সময় দ্বিতীয় ডোজ করোনা টিকা গ্রহণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জয়শ্রী রানী রায়, ডিমলা থানার ওসি সিরাজুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ সারোয়ার আলম, কৃষি কর্মকর্তা সেকেন্দার আলী ও ডিমলা প্রেসক্লাবের সভাপতি মাজহারুল ইসলাম লিটন প্রমূখ। 

উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ সারোয়ার আলম বলেন, বাংলাদেশ সরকার কতৃক উপজেলায় প্রথম পর্যায়ে ৯ হাজার ২৭০ ডোজ এবং দ্বিতীয় পর্যায়ে ৬ হাজার ৬০০ করোনা ভ্যাকসিন (টিকা) বরাদ্দ পাওয়া গেছে। যা ৭ হাজার ৯৩৫ জন ব্যক্তির মাঝে প্রথম এবং দ্বিতীয় ডোজ প্রদান করা যাবে। এছাড়া প্রথম ডোজ টিকা প্রদান চলমান রয়েছে।

আমারসংবাদ/কেএস