Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪,

আটক ঠেকাতে রং বদলে ফেলা হয়েছিল সেই জাহাজটির 

নারায়নগঞ্জ সদর প্রতিনিধি 

এপ্রিল ৮, ২০২১, ০৩:৪৫ পিএম


আটক ঠেকাতে রং বদলে ফেলা হয়েছিল সেই জাহাজটির 

নারায়নগঞ্জ শীতালক্ষ্যা নদীর কয়লাঘাটে লঞ্চ সাবিত আল হাসান ডুবে যাওয়ার ঘটনায় ধাক্কা দেওয়া কোস্টার জাহাজ এসকেএল-৩ এর রং বদলে ফেলা হয়েছে। তবে জাহাজটির সামনের দিকে বাংলা ও ইংরেজীতে এসকেএল-৩ লেখা রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন গজারিয়া কোস্টগার্ট স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার বজলুর রহমান। 

এ সময় তিনি বলেন, ঘটনার পরই ঘাতক জাহাজটিকে কোন এক ডকইয়ার্ডে উঠানো হয়। এরপর আটক ঠেকাতেই কার্গোটির রং দ্রুততম সময়ের মধ্যে বদলে ফেলা হয়। 

বৃহস্পতিবার (৮ এপ্রিল) ঘাতক জাহাজটিকে নদীতে ভাসতে দেখে ঊধ্বতন কতৃপক্ষকে জানানো হলে জাহাজটিকে কোস্টগার্ট আটক করে।

এর আগে বৃহস্পতিবার দুপুরে মুন্সিগঞ্জের গজারিয়া নয়ানগর সংলগ্ন মেঘনা নদীতে ঘাতক জাহাজটি আটক করে কোস্টগার্ট। এ সময় আটক করা হয় জাহাজে থাকা মাস্টারসহ ১৪ জন কর্মচারীকে।

উল্লেখ্য, রোববার সন্ধায় নারায়নগঞ্জ লঞ্চঘাট থেকে যাত্রী নিয়ে মুন্সিরগঞ্জে যাওয়ার পথে কয়লাঘাট এলাকায় একটি কোস্টার জাহাজ লঞ্চটিকে ধাক্কা দিলে লঞ্চটি নদীতে ডুবে যায়। লঞ্চটিতে প্রায় অর্ধশতাধিক যাত্রী ছিল। ঐদিন রাতে ৫ নারীর মরদেহ উদ্ধারসহ এ পর্যন্ত ৩৬ জনের লাশ উদ্ধার করা হয়। 

আমারসংবাদ/কেএস